জাকেরের ৬ ছক্কার রেকর্ড ও বাংলাদেশের কীর্তি

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১০:০৫
শেয়ার :
জাকেরের ৬ ছক্কার রেকর্ড ও বাংলাদেশের কীর্তি

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাত্র ৩ রানে হেরেছে বাংলাদেশ। লংকানদের দেওয়া ২০৭ রানের জবাবে ২০৩ রানে শেষ হয় স্বাগতিকরা। যদিও শুরুতে টপঅর্ডারদের ব্যর্থতা না হলে এমনটি হতো না। তবে মাহমুদউল্লাহ রিয়াদের পর অভিষিক্ত জাকের আলির ঝড়ো ব্যাটে জয়ের খুব কাছে চলে যায় টাইগাররা। উড়ন্ত ব্যটিং করে চমকে দেন জাকের। গড়েন অনেকগুলো রেকর্ডও। এছাড়া পুরো ম্যাচে অনেক কীর্তি গড়া হয়েছে।

নিচে পাঠকদের জন্য রেকর্ডগুলো দেওয়া হলো:

৪০৯: বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টি-টোয়েন্টিতে মোট রান। যা বাংলাদেশে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। পেছনে পড়েছে ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ৩৯৩।

# বাংলাদেশের খেলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ম্যাচ এটি। ২০১৮ সালে কলম্বোয় সর্বোচ্চ ৪২৯ রানের ম্যাচটিতেও প্রতিপক্ষ ছিল শ্রীলংকা।

১১: বাংলাদেশের ইনিংসে ছক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর চেয়ে বেশি ছক্কা মেরেছে দুটি ম্যাচে—২০১৮ সালে কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে ও ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে। দুই ম্যাচেই ছক্কা ছিল ১২টি করে।

৬: জাকের আলির ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের রেকর্ড। এর আগে নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহ ৫টি করে ছক্কা হাঁকিয়েছিলেন।

৩: বাংলাদেশের হারের ব্যবধান। টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর চেয়ে কম রানে হেরেছে মাত্র তিনটি ম্যাচে।

২০০: শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জাকের আলির স্ট্রাইক রেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ৫০+ ইনিংসে যা পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট। সর্বোচ্চ মোহাম্মদ আশরাফুলের ২২৫.৯২, ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রান।

১৪.৪৪: জাকের-মেহেদীর ২৭ বলের ৬৫ রানের জুটিতে ওভারপ্রতি রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। পেছনে পড়েছে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন-রনির জুটি (১৩.২৮)।

শ্রীলঙ্কার ২০৬/৩: বাংলাদেশে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সর্বোচ্চও শ্রীলংকার, ২০১৮ সালে সিলেটেই—২১০/৪।

# বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ২১১/৪, ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের।

# সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম সর্বোচ্চ। সর্বোচ্চ ২২৪/৪, ২০১৭ সালে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার।

১২: শ্রীলঙ্কার ইনিংসে ছক্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা এক ম্যাচে লংকানদের সর্বোচ্চ। বাংলাদেশ এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা খেয়েছে একবারই, ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিয়ানরা মেরেছিল ১৪টি ছক্কা। শ্রীলংকাও এক ম্যাচে এর চেয়ে বেশি ছক্কা মেরেছে একবার—২০২৩ সালে পুনে ভারতের বিপক্ষে (১৪টি)।

৬: চারিত আসালাঙ্কার ইনিংসে ছক্কা। বাংলাদেশের বিপক্ষে যা টি-টোয়েন্টিতে লংকান রেকর্ড। ২০১৮ সালে কলম্বোয় কুশল মেন্ডিস ও ২০২১ সালে শারজায় আসালাঙ্কা মেরেছিলেন ৫টি করে ছক্কা।