বাংলাদেশের রাজনীতি নিয়ে যা বললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৪, ১৮:৫৪
শেয়ার :
বাংলাদেশের রাজনীতি নিয়ে যা বললেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

বাংলাদেশে কারাগারে বন্দী হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মী ও অধিকারকর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান ভলকার টার্ক। আজ সোমবার সংস্থাটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধো হয়।

ভলকার টার্ক বলেন, ‘আমি উদ্বিগ্ন যে, গত অক্টোবর থেকে বাংলাদেশের হাজারো রাজনৈতিক নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট এখন কারাবন্দী এবং অনেকের মৃত্যুও হয়েছে।’

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে ওই মন্তব্য করেন ভলকার টার্ক। সেখান বাংলাদেশসহ বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন টার্ক। তিনি বলেন, ‘আমি যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাই। এই অভিযোগগুলোর একটি সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই আমি।’

এ ছাড়া রাজনৈতিক সংলাপ এবং সমন্বয় সাধনকে উৎসাহিত করার জন্য তাদের মুক্তির লক্ষ্যে এ সমস্ত মামলা দ্রুত পর্যালোচনারও আহ্বান জানিয়েছেন টার্ক। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থার মাধ্যমে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের হয়রানি করার যে অভিযোগ উঠেছে আমি তাতে উদ্বিগ্ন।’

আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তেরও আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান।