আইসিসির মাসসেরার দৌড়ে এবার জয়সোয়াল
ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েই রানের বন্যা বইয়ে দিচ্ছেন তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়াল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে এরই মধ্যে পেয়ে গেছেন দুইটি ডাবল সেঞ্চুরি। এবার আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে মনোনয়ন পেয়েছেন তিনি।
জয়সোয়াল ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কা।
ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড ইতিহাসের প্রথম টেস্ট সিরিজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন তিনি। হ্যামিল্টনেও অপরাজিত সেঞ্চুরি করে দলকে এনে দিয়েছেন জয়।
পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করে মাসসেরা হওয়ার বড় দাবিদার জয়সোয়ালও। বিশাখাপট্টনমে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর রাজকোটে অপরাজিত ডাবল সেঞ্চুরি করেন এই ওপেনার। ফেব্রুয়ারি মাসে অনেকগুলো রেকর্ড গড়েন জয়সোয়াল। রাজকোটে তার হাঁকানো ১২টি ছক্কা টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে যৌথ সর্বোচ্চ। তাছাড়া মাত্র ২২ বছর ৪৯ দিনে পরপর ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এর চেয়ে কম বয়সে এই রেকর্ড আছে কেবল স্যার ডন ব্রাডম্যান ও বিনোদ কাম্বলির।
ফেব্রুয়ারিতে কম যাননি নিশাঙ্কাও। শ্রীলংকার হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন তিনি। পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে অপরাজিত ২১০ রানের ইনিংস খেলেছেন তিনি। ভাঙেন শ্রীলংকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলার সনাথ জয়াসুরিয়ার রেকর্ড। ২০০০ সালে ভারতের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন সাবেক এই ওপেনার। সিরিজের শেষ ম্যাচেরও সেঞ্চুরি হাঁকান তিনি। টি-টোয়েন্টিতেও ওয়ানডের ফর্ম বজায় রেখেছেন তিনি।