আর্জেন্টিনার জালে ৫ গোল দিল ব্রাজিল
আর্জেন্টিনাকে ৫-১ গোলে হারিয়ে কনকাকাফ ডব্লিউ গোল্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল।
রবিবার ম্যাচের ১৯ মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন ভিটোরিয়া ইয়াইয়া। ৩৬ মিনিটের মাথায় ইয়াসমিম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫৪ মিনিটে বিয়া জানেরাতোর গোল করলে ব্রাজিল ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। ৬১ মিনিটে গাবি নুনেস গোল করলে লিড হয় ৪-০ ব্যবধানের।
৮১ মিনিটের মাথায় অবশ্য আর্জেন্টিনার সেলেস্তে ডস সান্তোস গোল করে ব্যবধান কমান। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে জানেরাতো নিজের জোড়া গোল পূর্ণ করেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে বড় জয় নিয়ে মাঠে ছাড়ে ব্রাজিল।
শেষ চারে মেক্সিকো অথবা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। সোমবার ভোরে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।