নাচলেন ধোনি-ব্রাভো, আম্বানি পুত্রের বিয়েতে উপস্থিত যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৭:৫৬
শেয়ার :
নাচলেন ধোনি-ব্রাভো, আম্বানি পুত্রের বিয়েতে উপস্থিত যেসব ক্রিকেটার

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ‘প্রাক-বিবাহ’ অনুষ্ঠানে দেখা গেছে নানা অঙ্গনের তারকাদের ঢল। ভারতের গুজরাটের জামনগরে চলমান এই অনুষ্ঠানে যোগ দিতে বাদ যাননি ক্রিকেট জগতের তারকারাও। 

অনন্ত ও রাধিকা মার্চান্টের ‘প্রাক-বিবাহ’ অনুষ্ঠানে যোগ দিয়ে নাচতেও দেখা গেছে মহেন্দ্র সিং ও ডোয়াইন ব্রাভোর মতো তারকাদের। স্ত্রী সাক্ষীসহ ব্রাভোকে নিয়ে ‘দান্ডিয়া রাস’ নৃত্য করেছেন ধোনি। ‘দান্ডিয়া রাস’ গুজরাটের বিশেষ এক প্রকার নৃত্য; সরু ও হালকা লাঠি নিয়ে বৃত্তাকারে এতে নাচা হয়। এতে একরকম দ্যোতনা ও শব্দের সৃষ্টি হয়।

ব্রাভো-ধোনি ছাড়াও ক্রিকেটের এক ঝাঁক তারকাকে দেখা গেছে এই প্রাক-বিবাহ অনুষ্ঠানে। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন, শচীন টেন্ডুলকার, কিয়েরন পোলার্ড, রোহিত শর্মা, রশিদ খান, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া ও নিকোলাস পুরানের মতো তারকারা। এর মধ্যে পোলার্ড তো এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মাঝপথেই সাময়িক সময়ের জন্য ফেলে এসেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। 

অনুষ্ঠানে এক অঙ্গনের তারকারা অন্য অঙ্গনের তারকাদের সঙ্গে মেতে উঠেছেন আড্ডায়। ধোনিকে দেখা গেছে বলিউড তারকা সালমান খান, রনবির সিং, আরিয়ান খানের মতো তারকাদের সঙ্গে কথা বলতে। 

গতকাল শনিবার রাতে অনন্ত ও রাধিকা মার্চান্টের এই অনুষ্ঠানে একসঙ্গে নেচেছেন বলিউডের প্রভাবশালী তিন ‘খান’ শাহরুখ খান, আমির খান ও সালমান খান। স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্টেজে নেচে আলোচনায় রনবির সিংও। 

বিশ্বের অন্যতম শীর্ষ ধোনি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আন্তর্জাতিক অঙ্গনের অনেক খ্যাতিমান ব্যক্তিত্বও যোগ দিয়েছিলেন। পারফর্ম করেছেন আমেরিকান বিখ্যাত পপ তারকা রিহান্না। উপস্থিত ছিলেন মার্ক জাকারবার্গ, বিল গেটস ও ইলন মাস্কের মতো বিশ্বের শীর্ষ ধনীরাও।