সাড়া ফেলে দেওয়া এই ছবিটির রহস্য জানেন?
২০২৩ সালের ২ সেপ্টেম্বর, শ্রীলংকার পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ। শাহীন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহদের তোপে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২৬৬ রানে অলআউট ভারত। তবে বৃষ্টির কারণে ব্যাটিংয়েই আর নামতে পারেনি পাকিস্তান।
পরিত্যক্ত হওয়া সেই ম্যাচে বৃষ্টির সময় পাকিস্তানের ড্রেসিংরুমে গিয়েছিলেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। বাবর আজম-শাদাব খানদের সঙ্গে প্রাণখোলা হাসি-আড্ডায় মেতে ওঠেন সেখানে। যা সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল।
তবে দর্শক মনে প্রশ্নও জেগেছে। কী এমন বিষয় নিয়ে তারা অমন আড্ডায় মেতেছিলেন? বিষয়টি এবার খোলাসা করলেন পাকিস্তানের তারকা আগা সালমান।
সালমান জানিয়েছেন, আইপিএল চলাকালে কোহলি-গৌতম গম্ভীরের ভাইরাল সেই দ্বন্দ্বের পর কোহলিকে মেসেজ দিয়েছিলেন তিনি। এশিয়া কাপের সময় কোহলি যখন পাকিস্তানের ড্রেসিংরুমে আসেন তখন সেই মেসেজের প্রসঙ্গটি তোলেন শাদাব খান। এরপরই হেসে ওঠেন সবাই।
সালমান বলেন, ‘বিরাট কোহলির প্রতি আমার অনেক সম্মান আছে। আমার মনে হয় না এমন কোনো ক্রিকেটভক্ত আছে যে তাকে সম্মান করে না। তাকে কী মেসেজ দিয়েছিলাম আমি সেটি সম্পর্কে (মেসেজ) পুরো তথ্য দিচ্ছি না, কিন্তু শুরুটা কীভাবে করেছি সেটা বলছি। আমি শুরু করেছিলাম ‘‘বিরাট ভাই’’ বলে। আমি তখন মেসেজ দিয়েছিলাম যখন গৌতম গম্ভীরের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে আলোচনা হচ্ছে।’
তবে মেসেজে যে খারাপ কিছু ছিল না সেটা জোর দিয়েই বলেছেন সালমান। এরপর সেই মেসেজকে কেন্দ্র করে কীভাবে সাড়া ফেলে দেওয়া ছবির সেই মুহূর্ত তৈরি হলো সেটি ব্যাখ্যা করেন সালমান, ‘আমি ভুলবশত কোহলিকে দেওয়া মেজেজ সম্পর্কে শাদাব খানকে বলে দিয়েছিলাম। আপনারা শাদাব, কোহলি ও আমার দাঁড়িয়ে থাকা সেই ভিডিও দেখেছেন। আসলে সেই সময়ে সে (শাদাব) তাকে (কোহলি) বলেছে যে আমি (সালমান) তাকে মেসেজ দিয়েছিলাম।’
ঘটনার বর্ণনা দিয়ে সালমান আরও বলেন, ‘আমরা তখন হাসাহাসি করেছিলাম যখন আমি কোহলিকে বলেছি, ‘‘আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম’’। তিনি তারপর আমাকে জানিয়েছেন, আমার মেসেজটি হয়ত তিনি মিস করেছেন। যেহেতু প্রতিদিন হাজার হাজার মেসেজ তার কাছে আসে। এটা সব শাদাবের করা (কোহলিকে বলা)।’