তৃতীয় সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব
তৃতীয় সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। আগের দুই সন্তান ছেলে হলেও এবারের সন্তান মেয়ে বলে ইনস্টগ্রামে একটি পোস্ট দিয়েছেন শোয়েব।
ক্রিকেটে এখনো পর্যন্ত দ্রুততম গতি তোলা এই বোলার ইনস্টাগ্রামে লেখেন, ‘মিকায়েল ও মুজাদ্দিদের এখন একটি শিশু বোনও হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের একটি শিশুকন্যা দিয়ে আশীর্বাদ করেছেন। নুরেহ আলী আখতারকে স্বাগত জানাচ্ছি, সে ১৯ শাবান, ১৪৪৫ হিজরি জুম্মার নামাজের সময় জন্মগ্রহণ করেছে। আমি আপনাদের সবাইকে দোয়া করার অনুরোধ করছি।’
২০১৪ সালে ২৫ জুন রুবাব খানকে বিয়ে করেন শোয়েব। বর্তমানে তাদের ঘরে তিন সন্তান। ২০১৬ সালের নভেম্বরে প্রথম সন্তান মোহাম্মাদ মিকায়েল আলি তাদের ঘর আলোকিত করে। আর ২০১৯ সালের ১৪ জুলাই এই দম্পতি দ্বিতীয়বার বাবা-মা হয়।
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা বোলার শোয়েব। এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির (১৬১.৩ কিমি/প্রতি ঘণ্টা) বল তারই। যদিও চোটের কারণে ভুগেছেনও অনেক। পাকিস্তানের হয়ে ৪৬টি ম্যাচ খেলে ১৭৮ উইকেট নিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
ওয়ানডেতে ১৬৩টি ম্যাচ খেলে ৪.৭৬ ইকোনমিতে ২৪৭ উইকেট নিয়েছেন শোয়েব। তবে টি-টোয়েন্টিতে খুব একটা খেলা হয়নি এই গতিদানবের। ১৫ ম্যাচে ১৯ উইকেট তার। ইনজুরির সঙ্গে লড়াই করা শোয়েব চোটের কারণে খেলতে পারেননি ২০০৭ বিশ্বকাপেও। ২০১১ বিশ্বকাপ ছিল শোয়েবের ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।