আম্বানি পুত্রের বিয়েতে যোগ দিতে মাঝপথে পিএসএল ছাড়লেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১৫:৪৫
শেয়ার :
আম্বানি পুত্রের বিয়েতে যোগ দিতে মাঝপথে পিএসএল ছাড়লেন পোলার্ড

করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান মৌসুমে দারুণ খেলছেন ক্যারিবিয়ান তারকা কিয়েরন পোলার্ড। তবে টুর্নামেন্টের মাঝপথেই দল ছাড়লেন এই অলরাউন্ডার। ভারতের বিখ্যাত ধনী ব্যক্তিত্ব মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসার জন্যেই এই বিরতি। 

পিএসএলের দল করাচি থেকে চারদিনের ছুটি নিয়েছেন পোলার্ড। পাকিস্তান থেকে তিনি চলে গিয়েছেন ভারতের জামনগরে। আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠান হবে সেখানে। পোলার্ড ছাড়াও ভারত ও বাইরের বহু ক্রিকেটার সেখানে উপস্থিত থাকবেন। 

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন পোলার্ড। এখন আবার সেই দলের কোচের ভূমিকায় আছেন এই ক্যারিবিয়ান। মুম্বাইয়ের মালিক এই মুকেশ আম্বানি পরিবার। 

অনন্ত আম্বানির বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখছেন না বাবা মুকেশ। পারফর্ম করার কথা রিহান্নার মতো পপ তারকাদের। আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন মার্ক জাকারবার্গ, বিল গেটসের মতো তারকারা। শাহরুখ খানের মতো বলিউড তারকারা তো থাকছেনই। 

২০১৮ সালে মেয়ের বিয়েতে জমকালো অনুষ্ঠান করেছিলেন মুকেশ আম্বানি। রাজস্থান, মুম্বাই এবং ইতালির লেক কোমোতে সংবর্ধনাসহ সেই আয়োজনে খরচ হয়েছে ১০ কোটি মার্কিন ডলারের মতো। সেবার আমেরিকান পপ তারকা বেয়ন্সের পারফরম্যান্সও ছিল। ধারণা করা হচ্ছে, ২৮ বছরের অনন্ত আম্বানির বিয়েতে সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে।