এবার মাঠেই ব্যাট থেকে ‘শান্তির প্রতীক’ তুলে ফেলতে হলো খাজাকে

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১২:৪৬
শেয়ার :
এবার মাঠেই ব্যাট থেকে ‘শান্তির প্রতীক’ তুলে ফেলতে হলো খাজাকে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বিশেষ বার্তা বহন করা জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। তবে আইসিসির নিয়মের কারণে সেটি পেরে ওঠেননি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন চলাকালে মাঠের মধ্যে বসেই শান্তির বার্তা বহন করা ঘুঘুর প্রতীক ব্যাট থেকে তুলে ফেলেন তিনি। 

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চলমান এই ম্যাচে ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারে। ওই সময় ব্যাটের মাঝখানে ফাটল ধরায়, নতুন একটি ব্যাট চেয়ে ড্রেসিংরুমে ইঙ্গিত করেন খাজা। অস্ট্রেলিয়ার ১২তম খেলোয়াড় ম্যাট রেনশ তখন ডাগআউট থেকে কয়েকটি ব্যাট নিয়ে ছুটে আসেন। ব্যাট পরীক্ষা করার পরে একটি ব্যাট বাছাই করেন খাজা। তবে সেখান থেকে ‘নিষিদ্ধ’ ঘুঘুর লোগোটি সরিয়ে ফেলতে বাধ্য হন তিনি। 

গত পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় ঘুঘুর লোগে ও জলপাইয়ের শাখার লোগো দেখিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। তবে খাজার অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসি। গাজার মানবিক সঙ্কটের জন্য সচেতনতা বাড়াতে স্টিকারটি লাগিয়ে খেলতে চেয়েছিলেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। পার্থে প্রথম টেস্টে জুতাতে একটি বিশেষ বার্তা দেওয়ারও পরিকল্পনা করেছিলেন, কিন্তু আইসিসি তাকে সেটি থেকে সতর্ক করেছিল।

যদিও খেলার সময় খাজা কালো আর্মব্যান্ড পরেছিলেন। কিন্তু আইসিসি তাকে সরঞ্জামের নিয়ম লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছিল। পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটার পরে স্পষ্ট করেছিলেন, ‘ব্যক্তিগত শোক’-এর কারণে কালো আর্মব্যান্ড পরেছিলেন তিনি।

সেই সময় খাজা অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধান নিক হকলি এবং অধিনায়ক প্যাট কামিন্সের কাছ থেকে সমর্থন পেয়েছিলেন। তাদের মত ছিল গাজায় মানবিক সংকটকে সামনে আনার ব্যাপারে এই ওপেনারের প্রচেষ্টা ‘আপত্তিকর নয়’।