স্পিনার ফিলিপসের রেকর্ড, খাবি খেয়েও জয় দেখছে অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৮৩ রানের বড় সংগ্রহ পাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট মাত্র ১৬৪ রানে। এর মূলে ৫ উইকেট নেওয়া স্পিনার গ্লেন ফিলিপস। তবে তাতে জয়ের স্বপ্নে একটু চিড় ধরেনি অজিদের। প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট হওয়া কিউইরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। জয়ের জন্য তাদের এখনো দরকার ২৫৮ রান, আর অস্ট্রেলিয়ার ৭ উইকেট।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ২ উইকেটে ১৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ৪ রানের মধ্যেই স্টিভেন স্মিথ ও মারনাস লাবুসেনকে বিদায় করেছিলেন টিম সাউদি। তৃতীয় দিন সকালে ব্যাট হাতে কিউই বোলারদের নাস্তানাবুদ করেন নাইটওয়াচম্যাচ হিসেবে মাঠে নামা নাথান লায়ন। দলীয় ৫৩ রানে তিনি যখন থামেন, তখন তার একার রানই ৪১। ম্যাট হেনরি এই উইকেট শিকার করেন।
এরপর অস্ট্রেলিয়ার টানা ৫ উইকেট নেন ফিলিপস। দলীয় ৮১ রানের মাথায় শুরু করেন ২৮ রান করা উসমান খাজাকে ফিরিয়ে। এরপর ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিনের ৪৬ রানের জুটিও ভাঙেন তিনি। ১২৭ রানে হেডকে ফেরানোর পর ১৪৬ রানের মধ্যে ফেরান মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি ও গ্রিনকে। ক্যারিয়ারে এটিই ফিলিপসের প্রথম ৫ উইকেট। নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক কোনো স্পিনারও দীর্ঘদিন পর ৫ উইকেটের দেখা পেলেন। এর আগে সর্বশেষ ২০০৮ সালে ৫ উইকেটের দেখা পেয়েছিলেন জিতেন প্যাটেল। শেষ ২ উইকেট নেন হেনরি। অজিরা থামে ১৬৪ রানে আর নিউজিল্যান্ডের সামনে তাতে লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রানে।
জবাব দিতে নামা নিউজিল্যান্ড ৫৯ রানের মধ্যেই হারিয়ে বসে টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও উইল ইয়ংয়ের উইকেট। তবে চতুর্থ উইকেটে ৫২ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন রাচীন রাবীন্দ্র (৫৬*) ও ড্যারিয়েল মিচেল (১২*)। কোনো বিপদ না ঘটতে দিয়েই দিন শেষ করেন এই দুজন।