তাইজুলকে দলে নেওয়ায় হাসাহাসি করেছিল একটি ফ্র্যাঞ্চাইজি: তামিম
দলগত পারফরম্যান্সের দারুণ এক প্রদর্শনীতে এবার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। টি-টোয়েন্টিতে নিয়মিত না হলেও এবারের টুর্নামেন্টে দাপট ছিল বরিশালের স্পিনার তাইজুল ইসলামের। অথচ নিলামে তাকে দলে ভেড়াতে দেখে অন্য একটি ফ্র্যাঞ্চাইজি নাকি হাসাহাসি করেছিল। শিরোপা জয় শেষে সংবাদ সম্মেলনে এসে এমন কথা বলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
এবারের টুর্নামেন্টে বরিশাল দলে শুরুর দিকে শ্রীলংকান দুনিথ ভেলালাগে ও শেষের দিকে দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজের মতো বাঁহাতি স্পিনার দলে থাকায় সব ম্যাচ খেলতে পারেননি তাইজুল। তবে যেই কয়েক ম্যাচে ছিলেন, প্রমাণ করেছেন নিজেকে। উইকেটে তো এনে দিয়েছেনই, সবচেয়ে বড় অবদান রেখেছেন রান আটকানোয়।
৮ ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন তাইজুল। ওভারপ্রতি মাত্র ৫.৬৫ করে রান দিয়েছেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। এবারের আসরে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে রান দেওয়ায় তিনি ছিলেন কৃপণদের তালিকায় দুইয়ে।
যখনই সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন তাইজুল। এতে মুগ্ধ অধিনায়ক তামিমও, ‘আমরা একটা সময় কেশাভ মহারাজকে আনি। তাইজুল ভালো করেছে, তার পরও ওকে না খেলিয়ে কেশাভকে খেলাই, সেও ভালো করেছে। তার পর তাইজুল আবার ফিরে অসাধারণ করেছে।’
সংবাদ সম্মেলনে সাড়ে ৫ মাস আগের একটি ঘটনা উল্লেখ করেন তামিম। বলেন, ‘তাইজুল— হয়তো আমার বলা উচিত নয়, তবে মনে হচ্ছে, এটা বলার উপযুক্ত সময় এখনই। আমি যখন ড্রাফটে ওকে দলে নিয়েছি, একটা নির্দিষ্ট দল ছিল, যারা হাসাহাসি করছিল। আমার এত খারাপ লাগছিল, এত খারাপ। একজন আন্তর্জাতিক ক্রিকেটরকে আমি দলে নিয়েছি, অথচ একটা দল হাসছিল যে তাকে নিয়েছি। ... এখন ওর জন্য আমি খুবই খুশি যে এত বড় অবদান রাখতে পেরেছে। ওর এই পারফরম্যান্সের কারণে বিসিবি ও নির্বাচকরা ওকে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়েছে।’