লিভারপুলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জাবিকে সতর্ক করলেন বেনিতেজ

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১৯:৫৪
শেয়ার :
লিভারপুলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জাবিকে সতর্ক করলেন বেনিতেজ

চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তাই দক্ষ একজন কোচের সন্ধানে ক্লাবটি। তাদের সবচেয়ে বেশি নজর লিভারপুলেরই সাবেক খেলোয়াড় জাবি আলোনসোর ওপর। তবে লিভারপুলে যোগ দেওয়ার ব্যাপারে জাবিকে সতর্ক করেছেন তার সাবেক কোচ রাফা বেনিতেজ।

বেনিতেজের অধীনেই লিভারপুল হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছিলেন আলোনসো। ২০০৫ সালে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে বেনিতেজের অন্যতম সেরা অস্ত্র ছিলেন মিডফিল্ডার জাবি। 

খেলোয়াড়ি জীবনের জাবিকে নিয়ে বেনিতেজ বলেছেন, ‘সে চতুর ও বিশ্লেষণী ছিল। আপনি যখন খেলোয়াড়দের কাছে কিছু ব্যাখ্যা করবেন, তখন বারবার একই জিনিস আপনাকে বোঝাতে হবে। জাবি ছিল এমন একজন যে খুব দ্রুতই বুঝে যেত।’

বেনিতেজ বলেন, ‘(কোচ হিসেবে) সে একাডেমিতে (রিয়াল মাদ্রিদের) ছিল, এরপর রিয়াল সোসিয়েদাদে ‘‘বি’’ দলে ছিল। যেটা দারুণ অভিজ্ঞতা দিয়েছে এবং এরপর জার্মানিতে গিয়েছে। নতুন কোনো দেশে যাওয়া ও সফল হওয়া সহজ নয়। সে দারুণ করেছে। তার খুব ভালো ম্যানেজার হওয়ার সম্ভাবনা আছে এবং তার যদি ভালো খেলোয়াড় থাকে তাহলে সে সফল হবে। তবে সে কি পাঁচ বছর, দশ বছর তা করতে পারবে? আমি জানি না। সে এখন যেকোনো শীর্ষ ক্লাবে যেতে পারে, তবে তারা শিরোপা জয়ের প্রত্যাশা করবে। যদি আপনি দুই নম্বরে থেকে মৌসুম শেষ করেন, তবে এটি দারুণ একটি মৌসুম। কিন্তু তখন লোকেরা বলবে, ‘‘ওহ, সে ব্যর্থ হয়েছে।’’

বুন্দেসলিগায় জাবির দল লেভারকুসেন শিরোপার সবচেয়ে বড় দাবিদার। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে তারা। জাবিকে কোচ হিসেবে নিতে চায় বায়ার্নও। এই ক্লাবেও খেলেছেন তিনি।