টাকা না দিলে আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ মেডেল বিক্রি করে দেবেন স্ত্রী!

স্পোর্টস ডেস্ক
০১ মার্চ ২০২৪, ১৭:১১
শেয়ার :
টাকা না দিলে আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ মেডেল বিক্রি করে দেবেন স্ত্রী!

দীর্ঘদিনের প্রচেষ্টা ও ত্যাগের ফলাফল একটি পদক। সেটি ফুটবল বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের হলে তো কথাই নেই! তবে সম্মান ও গৌরবের এই পদকই হারাতে পারেন লিওনেল মেসিদের সতীর্থ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এজেকুয়েল পালাসিওস। 

দাম্পত্য কলহে পালাসিওসের বিশ্বকাপ মেডেল বিক্রি করার হুমকি দিয়েছেন তার স্ত্রী ইয়েসিকা ফ্রিয়াস। এমনকি আর্জেন্টিনা জাতীয় দলের গোপন তথ্য ফাঁস করার হুমকিও দিয়েছেন তিনি। ফ্রিয়াসের সঙ্গে এখন আলাদা থাকছেন পালাসিও, তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর স্প্যানিশ গণমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো'র। 

গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ফ্রিয়াস জানান, আর্জেন্টিনার টাইগ্রে শহরের যে অ্যাপার্টমেন্টে পালাসিওসের সঙ্গে তিনি থাকতেন, সেটির বিল শোধ করতে চান না পালাসিওস। তাই এই সংকট নিষ্পত্তি করতে ফুটবলারের জিনিসপত্র নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ফ্রিয়াসের ভাষ্যমতে, ‘সে (পালাসিওস) বলেছে, আমার এখানে থাকার টাকা দিতে চায় না।... সে আমাকে এই জায়গা থেকে বেরও হতে দিতে চায় না আবার টাকাও পরিশোধ করতে চায় না। এই টাকা তার কাছে কিছুই না।...অ্যাপার্টমেন্টের জন্য (পালাসিওসের) সমস্ত জার্সি ও বিশ্ব চ্যাম্পিয়ন পদক বিক্রি করতে যাচ্ছি আমি। আমি কাজ করার চেষ্টা করছি কিন্তু তার পাশে চার বছর ছিলাম আমি।’

বর্তমানে জার্মান বুন্দেসলিগার ক্লাব বেয়ার লেভারকুসেনে খেলেন পালাসিওস। ২০২১ সালের জুলাই মাসে গোপনে অনুষ্ঠান করে ইয়েসিকা ফ্রিয়াসকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু কয়েক মাস আগে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাই আর্থিক ব্যাপারগুলোর নিষ্পত্তি চান স্ত্রী। 

অ্যাপার্টমেন্টের খরচ না দিলে আর্জেন্টিনা জাতীয় দলের স্পর্শকাতর তথ্য ফাঁস করার হুমকিও দিয়েছেন ফ্রিয়াস। বলেন, ‘আমার চুপ থাকা তার জন্য সুবিধাজনক। জাতীয় দল সম্পর্কে আমি এমন কিছু জানি যা আমি কখনো বলিনি।’