বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি

স্পোর্টস ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৮
শেয়ার :
বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি

শেষ হয়ে আসছে ২০২৪ সালের বিপিএল টুর্নামেন্ট। আগামী শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের। ফাইনালের আগের দিন টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

গতবারের মতো এবারও একই প্রাইজমানি দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। এবারের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা আর রানার আপ দল ১ কোটি টাকা।

এবারের টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা। আর ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন তার অর্ধেক, ৫ লক্ষ টাকা। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারী দুজনই ৫ লক্ষ টাকা করে পাবেন। এবারের আসরের সেরা ফিল্ডার পাবেন ৩ লক্ষ টাকা। 

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকালের ফাইনাল ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সাড়ে ছয়টায়। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠ নামবে কুমিল্লা। বিপিএলে এখনো পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ফাইনালে কখনো হারেনি তারা। অন্যদিকে, প্রথম শিরোপার খোঁজে আছে বরিশাল।