প্রিমিয়ার লিগে খেলা হামজাকে নিয়ে আশার বাণী শোনালেন কাবরেরা
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা নিয়েই বেশ কয়েকদিন ধরেই চলছে গুঞ্জন। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে জোড়ালো হয়েছিল সেই সম্ভাবনা। তবে দল ঘোষণার পরই আপাতত শেষ হয়ে গেছে ক্ষীণ সেই সম্ভাবনা।
তবে বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা মনে করেন, একদিন সম্ভাবনা সত্যি করেই বাংলাদেশ দলে খেলবেন হামজা চৌধুরী। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের দল ও লক্ষ্য নিয়ে কথা বলার সময় বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে নিয়ে আশার বাণী শোনান কাবরেরা।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমি মনে করি (হামজাকে পাওয়ার বিষয়ে) আমাদের ইতিবাচক থাকতে হবে। ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট এ বিষয়ে আমার চেয়ে অবশ্যই বেশি ভালো বলতে পারবে। হ্যাঁ, এই উইন্ডোতে সে বাংলাদেশের হয়ে খেলবে কি খেলবে না, এ বিষয়টি এখন অতটা প্রাসঙ্গিক নয়। কিন্তু এই সম্ভাবনা আজ হোক, কাল হোক সত্যি হতে পারে এবং আমাদেরকে এ বিষয়ে খুবই ইতিবাচক থাকতে হবে। আজ হোক, কাল হোক তার মতো খেলোয়াড় আমরা আমাদের জাতীয় দলে পাবো বলে আশা করছি।’
কয়েকদিন আগে ন্যাশনাল টিমস কমিটির সদস্য আমের খান হামজার ব্যাপারে আশার বাণী শোনান। তাকে আনার বিষয়ে ফুটবল ফেডারেশন ৮০ ভাগ কাজ গুছিয়ে এনেছে বলেও জানান তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের একবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন এই ফুটবলার।
হামজা চৌধুরীর নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। এই ফুটবলার ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি বর্তমানে লেস্টারের হয়ে ধারে বুরটন আলবিয়নের পর খেলেছেন ওয়াটফোর্ডেও। এর আগেও বেশ কয়েকবার তার বাংলাদেশে খেলার ব্যাপারে গুঞ্জন ছড়ায়।