‘নিষিদ্ধ’ হাসারাঙ্গা অধিনায়ক, বাংলাদেশ সফরে শ্রীলংকার ১৭ জনের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৯
শেয়ার :
‘নিষিদ্ধ’ হাসারাঙ্গা অধিনায়ক, বাংলাদেশ সফরে শ্রীলংকার ১৭ জনের দল ঘোষণা

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলংকা। আজ বুধবার ১৭ সদস্যের এই দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ঘোষিত দলে চোটের কারণে নেই ওপেনার পাথুম নিসাঙ্কা। দলে ফিরেছেন জেফ্রি ভ্যান্ডারসে। ব্যাটার আবিষ্কা ফার্নান্দোও এই সিরিজে ফিরেছেন। কয়েকদিন আগে আফগানিস্তান সিরিজের দল থেকে এই দুটি পরিবর্তনই শ্রীলংকা দলে। 

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে শ্রীলংকা অধিনায়ক করেছে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তবে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের কারণে নিষিদ্ধ হাসারাঙ্গা খেলতে পারবেন না প্রথম দুইটি ম্যাচ। প্রথম দুইটি ম্যাচে ভ্যান্ডারসে মূলত তার বিকল্পই। এই দুই ম্যাচে শ্রীলংকার নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা।

আগামী ৪, ৬ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে এই ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচও খেলবে সফরকারী শ্রীলঙ্কা।

শ্রীলংকা দল

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্দো।