আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যে শাস্তি পেলেন লিটন

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৫
শেয়ার :
আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যে শাস্তি পেলেন লিটন

বিপিএলে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লিটন কুমার দাসের একটি স্টাম্পিংয়ের আবেদন থার্ড আম্পায়ার কল না করেই নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরপর সৈকতের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান লিটন। এবার সেই কারণে শাস্তি পেলেন কুমিল্লার অধিনায়ক। 

বিসিবির তরফে জানা গেছে, আচরণবিধি ভাঙায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে লিটনকে। শুধু জরিমানাই নয়, উইকেটকিপার এই ব্যাটারের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। 

ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসের অষ্টম ওভারের। স্পিনার তানভীর আহমেদের বলে জিমি নিশামকে স্টাম্পিংয়ের আবেদন করেন উইকেটকিপার লিটন। তবে নিশামের পা পপিং ক্রিজের ভেতরে থাকায় আউট না দেওয়ার সিদ্ধান্ত দেন লেগ আম্পায়ার সৈকত। ডাকেননি থার্ড আম্পায়ারকে। এতেই চটে যান লিটন। 

স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় সৈকতের দিকে তেড়ে যান কুমিল্লার অধিনায়ক লিটন। আঙুল তুলে বারবার শাসাতে থাকেন সৈকতকে। এ সময় হস্তক্ষেপ করতে হয় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। তবে তিনিও থামাতে পারেননি লিটনকে। 

প্রসঙ্গত, সেই ম্যাচে জয় পেয়েই বিপিএলের ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৫ রান করেছিল রংপুর। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারেই ৬ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা।