‘তুমি আমাদের জন্য আরও সমস্যা তৈরি করতে যাচ্ছ’, এমবাপ্পেকে মাখোঁ
যত দিন যাচ্ছে, ততই জোরালো হচ্ছে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন। এর আগে বেশ কয়েকবারই পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার খবর এলেও নানা নাটকীয়তায় আর ক্লাব ছাড়া হয়নি। তবে এবারের গুঞ্জনটা বেশ জোড়ালো।
এসবের মাঝেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণে এক নৈশভোজে অংশগ্রহণ করেন বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। সেখানে এই ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে মাখোঁর একটি মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমবাপ্পেকে অভ্যর্থনার সময় হাসতে হাসতে মাঁখো বলেন, ‘তুমি আমাদের জন্য আরও সমস্যা তৈরি করতে যাচ্ছ’।
মূলত, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ফ্রান্স সফর উপলক্ষে নিজের সরকারি বাসভবনে এই নৈশভোজের আয়োজন করেন মাখোঁ। এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও।
এর আগে, ২০২২ সালে পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন জোড়াল হয়েছিল। কথিত আছে, এমবাপ্পের থেকে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন মাখোঁ। এমবাপ্পেকে নাকি পিএসজিতে থাকতে অনুরোধ করেছিলেন মাঁখো।
২০২২ সালে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া বলতে গেলে চূড়ান্ত হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তিনি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন। চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা। যদিও চুক্তিতে শর্ত ছিল, এমবাপ্পে চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। তবে আর সেটি করছেন না। চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়তে চান এই তারকা। এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এরপরই নাকি ক্লাব ছাড়বেন তিনি। সতীর্থদেরও নাকি জানিয়ে দিয়েছেন বিদায়ের খবর।