৬৯-এ সিরিজ শুরু করা জয়সোয়াল এখন ১২ নম্বরে

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯
শেয়ার :
৬৯-এ সিরিজ শুরু করা জয়সোয়াল এখন ১২ নম্বরে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ভারতের উদ্বোধনী ব্যাটার যশস্বী জয়সোয়ালের আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং ছিল ৬৯। সিরিজের প্রথম চার টেস্ট শেষে দুইটি ডাবল সেঞ্চুরি পাওয়া এই খেলোয়াড়ের র‌্যাঙ্কিং দাঁড়াল ১২ নম্বরে। 

সর্বশেষ রাঁচি টেস্টে তিন ধাপ এগিয়েছেন জয়সোয়াল। এর আগে, রাজকোট টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ১২ ছক্কায় অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলে র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছিলেন। রাজকোটের আগে বিশাখাপট্টনমেও ডাবল সেঞ্চুরি করেছিলেন জয়সোয়াল। তখন র‌্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে উঠে এসেছিলেন ২৯ নম্বরে। 

এদিকে, রাঁচি টেস্টে সেঞ্চুরির পুরস্কার পেলেন জো রুটও। দুই ধাপ এগিয়ে শীর্ষ তিনে উঠে এলেন তিনি। এই টেস্টে বল হাতেও দুই উইকেট নিয়েছেন রুট। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন তিনি। ১৭ নম্বরে উঠে এসেছেন জ্যাক ক্রলি।

আর রাঁচিতে প্রথম ইনিংসে ৯০ আর দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে ভারতকে ম্যাচ জেতানো ধ্রুব জুরেল ৩১ ধাপ এগিয়ে আছেন ৬৯তম স্থানে। রাঁচিতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিনের র‌্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্ট বেড়েছে। শীর্ষে থাকা বুমরাহর রেটিং পয়েন্ট ৮৬৭, আর দুইয়ে থাকা অশ্বিনের ৮৪৬।