ময়মনসিংহে এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সবিতা রানী বসাক নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কেশরগঞ্জ বাজারের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সবিতার বড় ভাই নিরমল চন্দ্র বসাক (৫০) জানান, তার ছোট বোন সবিতা এসএসএস নামের একটি এনজিওতে মাঠকর্মী হিসাবে কেশরগঞ্জ বাজার শাখায় চাকরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি অফিসের কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। পরদিন মঙ্গলবার সকাল ৭ টা ৩০মিনিটের সময় ভিকটিমের সহকর্মী নাফিজা আক্তার তার বোনের ভাড়া বাসায় ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পাননি। পরে এসএসএস কেশরগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপককে জানালে তিনি ও অফিসের অন্যরা এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ পাননি। পরে বন্ধ থাকা দরজার ফুটো দিয়ে দেখা যায় মরদেহ মেঝেতে পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ জানান, তিনি হয়তবা রাতে স্ট্রোক করেছিলেন। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জন্য দেহ হস্তান্তর করা হয়েছে।