দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ব্যাটার

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৭
শেয়ার :
দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন নামিবিয়ার ব্যাটার

মাত্র ৫ মাসের ব্যবধানে আন্তর্জাতিক পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি নতুন রেকর্ড হলো। নামিবিয়ার অখ্যাত ব্যাটার জান নিকোল লফটি-ইটন রেকর্ডটি নিজের করে নেন। নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষেই রেকর্ড ভাঙেন তিনি।

আজ মঙ্গলবার এ ম্যাচে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন লফটি-ইটন। তিনি ভাঙেন নেপালেরই ব্যাটার কুশল মল্লারের রেকর্ড। যেখানে গত বছরের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি পেয়েছিলেন মল্লার।

লফটি-ইটন শেষ পর্যন্ত ৩৬ বলে ১০১ রানে আউট হন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৮টি ছক্কা। তিনি তার ইনিংসের ৯২ রানই নিয়েছেন বাউন্ডারি থেকে। এটিও টি-টোয়েন্টিতে রেকর্ড।

এ ম্যাচে বাঁহাতি এই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করা নামিবিয়া নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করে। জবাবে ১৮.৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যাওয়া নেপাল ২০ রানে ম্যাচ হারে।