পাপনের জন্য বিশ্বকাপজয়ী দি মারিয়ার স্বাক্ষরিত জার্সি

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৩
শেয়ার :
পাপনের জন্য বিশ্বকাপজয়ী দি মারিয়ার স্বাক্ষরিত জার্সি

চলতি বছর মে মাসের দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে আর্জেন্টিনার ফুটবলার আনহেল দি মারিয়ার। তার আগে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য আর্জেন্টিনার একটি জার্সিতে স্বাক্ষর করেছেন বিশ্বকাপজয়ী তারকা।

বাংলাদেশে দি মারিয়াকে আনবেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। আর স্বাক্ষরিত জার্সির বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, ‘বাংলাদেশের মাননীয় ক্রীড়া মন্ত্রীর জন্য কিংবদন্তি দি মারিয়ার অটোগ্রাফকৃত জার্সি।’

পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি আছেন এক দশকের বেশি সময় ধরে। তবে পাশাপাশি তিনি ফুটবলানুরাগীও। বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিল সমর্থন করে থাকেন বলে জানায় ঘনিষ্ঠজনদের। বর্তমানে তিনি ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি ক্রীড়ামন্ত্রীও। তাই মারিয়ার আসন্ন সফর উপলক্ষে পাপনের জন্য বিশেষ স্বাক্ষরিত জার্সি আগেভাগেই প্রস্তুত করেছে শতদ্রু দত্ত।

এর আগে গত বছরের জুলাইয়ে আরেক বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজ ও অক্টোবরে রোনালদিনহোকে ঢাকায় এনেছিলেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তা। তবে দি মারিয়াকে আনার প্রসঙ্গে তিনি জানান, এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (দি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে।