‘সেনা পরিবারের হওয়ায় জুরেলের মানসিকতা ভয়ডরহীন’

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৯
শেয়ার :
‘সেনা পরিবারের হওয়ায় জুরেলের মানসিকতা ভয়ডরহীন’

রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে নবাগত ধ্রুব জুরেল করলেন গুরুত্বপূর্ণ ৯০ রান। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন। দলের জন্য মহাগুরুত্বপূর্ণ এই দুই ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতলেন তিনি। চতুর্থ টেস্ট জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ (এখন ৩-১) জিতে নিল ভারত। উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন তিনি। 

রাজকোটে চলমান সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয়েছিল জুরেলের। অভিষেক ইনিংসেই করেছিলেন নান্দনিক ৪৬ রান। জুরেলের এমন ব্যাটিংয়ে চোখ জুড়িয়েছে ভারতের সাবেক ব্যাটার সুরেশ রায়নারও। পরিস্থিতি বুঝে জুরেলের এমন সাহসী ব্যাটিং ও দুর্দান্ত উইকেটকিপিংয়ের পেছনে রায়না জোর দিয়ে উল্লেখ করলেন তার সেনাবাহিনী পরিবার থেকে উঠে আসার ব্যাপারটিকেই। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে ভারতের হয়ে বিপুল বিক্রমে যুদ্ধ করেছিলেন জুরেলের বাবা নেমচাঁদ। 

রায়না বলেন, ‘আমি তার (জুরেলের) উইকেটকিপিং দেখে মুগ্ধ হয়েছি, সে আসলেই কঠোর পরিশ্রম করেছে। সে সেনাবাহিনী পরিবার থেকে এসেছে, তাই সে কোথাও কোনো কিছুতে হারতে চায় না, একটা ভয়ডরহীন মনোভব রয়েছে।’

জুরেলের পাশাপাশি সরফরাজ খানেরও প্রশংসা করেন রায়না, ‘উত্তর প্রদেশের হয়ে তার (জুরেল) সঙ্গে কয়েকটি ম্যাচ খেলেছি আমি, অসাধারণ ছিল সে। প্রথমে যেভাবে সরফরাজকে এবং পরে জুরেলকে যেভাবে সুযোগ দিল, সেজন্য রোহিত শর্মাকে বিশেষ কৃতিত্ব দিতই হয়। টেস্ট ক্রিকেটে এসেই পরপর দুইটি হাফ সেঞ্চুরি (সরফরাজের ইনিংস) করা সহজ নয়; এমন গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে, যেখানে উইকেটে মারাত্মক স্পিন ধরছিল।’

জুরেলের ব্যাটিংয়ে (৯০ রান করার পরে) প্রশংসা ঝড়েছে ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কারের কণ্ঠেও। ভারতের পরবর্তী মহেন্দ্র সিং ধোনি বলে জুরেলকে উল্লেখ করেছেন তিনি।