এলিমিনেটরে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফের প্রথম ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটরের এ ম্যাচে জিতলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবে। তবে হারলে বিদায় ঘটবে।
আজ সোমবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
এবারের ফরচুন বরিশালের আসরের শুরুটা খুব একটা ভালো ছিল না। প্রথম চার ম্যাচে মাত্র এক জয় ছিল তামিমদের। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে প্লে অফ নিশ্চিত করে তারা।
এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুরু থেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করেছে। যেখানে বেশ সফল তারুণ্যনির্ভর এই দলটা। দেশি ক্রিকেটারদের মধ্যে বড় কোনো নাম নেই।