নাসিরের ‘ভালোবাসা’
আইসিসির নিষেধাজ্ঞায় বর্তমানে ক্রিকেটের বাইরে রয়েছেন নাসির হোসেন। তবে নিষিদ্ধ হলেও স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই ব্যাটার তার ছেলেকে নিয়ে ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
নিজের ভেরিফাইড পেজে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, নাসির তার পুত্রের সঙ্গে দুষ্টুমিতে মেতেছেন। আর ক্যাপশনে লিখেন, ভালোবাসা ও একটি ভালোবাসার ইমোজি।
গেল মাসে দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নাসিরকে নিষিদ্ধ করে আইসিসি। এক ঘোষণায় আইসিসি জানায়, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির।
নাসিরের বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইসিসির সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।
এর আগে ২০২২ সালের ৮ এপ্রিল ছেলে সন্তানের বাবা হন নাসির। তার ছেলের নাম রেখেছেন আব্দ মানাফ। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারিতে রাজধানী উত্তরার একটি রেস্টুরেন্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি। তবে বিয়ের পর থেকেই নানা আলোচনা সমালোচনায় বিদ্ধ হতে হয় তাদের।