শেষ টি-টোয়েন্টিতে ছিটকে গেলেন ওয়ার্নার
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে ইনজুরির কারণে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। উরুর মাসলে চোটের কারণে এই ওপেনার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি।
এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজুরি থেকে সেরে ওঠার জন্য ওয়ার্নারের একটি ভালোমানের সময় প্রয়োজন। তবে, এই সময়টা খুব বেশি নয়। যে কারণে, তা আসন্ন আইপিএল পর্যন্ত টেনে নেবে না। অর্থ্যাৎ, আইপিএল এবং এরপর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন তিনি।’
সংবাদমাধ্যম থেকে জানা যায়, ইনজুরি থেকে সেরে ওঠার জন্য ওয়ার্নারের সময় লাগবে অন্তত সাত থেকে ১০ দিন। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারবেন না তিনি। ফলে কোনো দ্বি-পাক্ষিক সিরিজে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন অজি তারকা।
এর আগে ওয়ার্নার ঘোষণা দিয়েছিলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপই তার শেষ। এরপরই এই ফরম্যাট থেকে তিনি অবসর নিয়ে নেবেন। সে হিসেবে জুনে বিশ্বকাপের আগে আর কোনো দ্বি-পাক্ষিক সিরিজ নেই। বিশ্বকাপ শেষেই ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি।