আফিফের ইনিংস ম্লান করে সিলেটের সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯
শেয়ার :
আফিফের ইনিংস ম্লান করে সিলেটের সান্ত্বনার জয়

এবারের বিপিএল একদম বিপরীতভাবে শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। প্রথম পাঁচটি ম্যাচে হেরে সিলেটের মনোবল ভেঙে যায় শুরুতেই। সেটি আর কাটিয়ে উঠতে পারেনি। প্লে অফের দৌঁড়ে ছিটকেও যায় আগেই। অন্যদিকে, খুলনা শুরুর চার ম্যাচে জয় পেলেও এরপর টানা হারতে থাকে। তাই নিজেদের শেষ ম্যাচের আগেই তাদের আশাও শেষ হয়ে যায়। 

নিজেদের ও গ্রুপপর্বের শেষ এই লড়াই ছিল তাই শুধুই আনুষ্ঠানিকতার। সেখানে জয় পেল সিলেটই। প্রথমে ব্যাট করে আফিফ হোসেনের ৫২ রানেও ৮ উইকেটে ১২৮ রানের বেশি করতে খুলনা। জবাব দিতে নেমে ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। 

রান তাড়ায় শুরুতে হোঁচট খেয়েছিল সিলেট। দলীয় ৬ রানের মধ্যেই আউট দুই ওপেনার জাকির হাসান ও কেনার লুইস। তৃতীয় উইকেটে সেই ধাক্কা সামাল দেন নাজমুল হোসেন ও ইয়াসির আলী। ৬১ বল ৭০ রানের জুটি গড়েন তারা। 

যদিও তারা ইনিংস শেষ করে আসতে পারেননি। ৩৭ বলে ৩৯ রান করে শান্ত ও ইয়াসির ৪৩ বলে ৪৬ রান করে আউট হয়েছেন। জয়ের পথে বাকি কাজ সেরেছেন মোহাম্মদ মিঠুন (১৯*) ও বেনি হাওয়েল (১২*)। 

এর আগে খুলনার ইনিংসের হাইলাইট ছিল আফিফের ব্যাটিংই। ৩৫ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেছেন তিনি। ৩টি চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। বাকিদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৮ রানে থামে খুলনা। 

১২ ম্যাচে সমান ৫টি করে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করল খুলনা ও সিলেট। তবে ১০টি করে পয়েন্ট পেলেও রান ব্যবধানে পাঁচে খুলনা ও ছয়ে সিলেট।