কাব্যগ্রন্থ আছে ঢের, কবি কতজন?

চপল মাহমুদ
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শেয়ার :
কাব্যগ্রন্থ আছে ঢের, কবি কতজন?

প্রতি বছরের মতো এবারও অমর একুশে বইমেলায় সর্বাধিক প্রকাশিত হয়েছে কবিতার বই। এ বছরের মেলায় গতকাল পর্যন্ত নতুন বই এসেছে ২ হাজার ৬০৪টি। এর মধ্যে ৭৭৩টি কবিতার, উপন্যাস এসেছে ৩৮৮টি, গল্পের ৩৩২টি। এর বাইরে শিশুতোষ, ভ্রমণ, ধর্ম, ইতিহাস, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও বঙ্গবন্ধুবিষয়ক বই রয়েছে; রয়েছে অনুবাদগ্রন্থও। প্রকাশনাসংশ্লিষ্টরা বলছেন, কবিতার বইয়ের সংখ্যা বেশি থাকলেও মানের দিক থেকে অনেক পিছিয়ে আছে। এ কারণে কাব্যগ্রন্থ সবচেয়ে বেশি প্রকাশ হলেও বিক্রি সবচেয়ে কম। বইমেলায় প্রতিবছর বিপুল পরিমাণ কবিতার বই প্রকাশিত হলেও বইপ্রেমী, পাঠক ও প্রকাশকরা বলছেন, এত এত কবিতার বইয়ের মধ্যে মানসম্পন্ন কবিতার বই খুঁজে পাওয়া দুষ্কর। কাব্যগ্রন্থ আছে ঢের, কবি কতজন?

অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাৎ হোসেন বলেন, সাধারণত নবীন লেখকরা কবিতা দিয়েই প্রথম লেখালিখি শুরু করেন। এর পর অনেকেই গল্প ও উপন্যাসও লেখেন। মূলত এই হিসেবেই মেলায় কবিতার বই অন্য বইয়ের চেয়ে বেশি হয়ে থাকে। কিন্তু কবিতার বইয়ের বিক্রি কম।

অক্ষর প্রকাশনীর স্টলের বিক্রয়কর্মী জানান, প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতার বইয়ের পাঠক এখনো রয়েছে। তাদের প্রকাশনীতে প্রতিষ্ঠিত কবিদের পাশাপাশি নবীন কবিদের বই প্রকাশ করে থাকেন। তবে নতুন কবিদের বই বিক্রির হার আশানুরূপ নয়। প্রতিষ্ঠিত কবিদের বইয়ের বিক্রি বরং ভালো তাদের এখানে।

এদিকে, গতকাল শুক্রবার ছুটির দিন বইমেলায় ছিল শিশুপ্রহর। আকাশে মেঘ, বৃষ্টির শঙ্কাও তাদের তাই চার দেয়ালে বন্দি করতে পারেনি। শিশুরা মেলায় এসেছিল অভিভাবকদের সঙ্গে। এ সময়ে শিশুচত্বরের বিক্রয়কর্মীদের বই বিক্রিতে ব্যস্ত থাকতে দেখা যায়। মেলার দর্শনার্থীর প্রায় প্রত্যেকের হাতেই এখন সদ্য কেনা বই শোভা পাচ্ছে।

শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার প্রদান : গতকাল সকাল সাড়ে ১০টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীর। প্রধান অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এ ছাড়া গতকাল শিশু-কিশোরদের জন্য সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মূলমঞ্চের আয়োজন : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আখতারুজ্জামান ইলিয়াস শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মামুন হুসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন ওয়াসি আহমেদ এবং জাফর আহমদ রাশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

লেখক বলছি : গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন লেখক, পর্যটক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, কথাসাহিত্যিক নভেরা হোসেন, কবি কুশল ভৌমিক ও শিশুসাহিত্যিক আহমেদ জসিম।

বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন : এই মঞ্চে গতকাল বিকালে পারস্য সাহিত্যের অনুবাদক ও লেখক অধ্যাপক শাকির সবুর রচিত সমকালীন ইরানের কবি ও কবিতা এবং ফারসি থেকে অনূদিত বুজুর্গে আলাভির তার চোখগুলো বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান : সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি অঞ্জনা সাহা, নূরুন্নাহার শিরিন, মতেন্দ্র মানখিন, মাসুদুল হক, তিথি আফরোজ, ফিরোজ শাহ, আহমদ জামাল জাফরী, রাজীব কুমার সাহা এবং নাদিরা খানম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, রুবিনা আজাদ, সায়েরা হাবীব, ঝর্ণা পারুল, তনুশ্রী মল্লিক এবং জেসমিন বন্যা।

আজকের আয়োজন : আজ শনিবার অমর একুশে বইমেলার ২৪তম দিন। মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে শিশুপ্রহর। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : মোহাম্মদ রফিক এবং খালেক বিন জয়েনউদদীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে আলতাফ শাহনেওয়াজ এবং সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন শামীম রেজা, শোয়াইব জিবরান, আসলাম সানী এবং আমীরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবুল মোমেন।