সিরিজের মাঝপথে ভারত ছাড়ছেন ইংলিশ স্পিনার রেহান
৫ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থটিতে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে সফরকারী ভারত। সিরিজের এমন অবস্থায়ই ভারত ছেড়ে ইংল্যান্ড ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ।
রাঁচিতে চলমান চতুর্থ টেস্টে দলে স্বাভাবিকভাবেই ছিলেন না রেহান। তার পরিবর্তে দলে ঢুকেছেন শোয়েব বশির। ধর্মশালায় অনুষ্ঠেয় শেষ টেস্টেও দলের সঙ্গে থাকবেন না ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়া এই স্পিনার।
আজ টসের পর এক বিবৃতিতে ১৯ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ড ক্রিকেট জানায়, ‘নিজের যত্ন নেবেন রেহান আহমেদ। ব্যক্তিগত কারণে রেহান আহমেদ দেশে ফিরে যাবেন। ভারতে আর ফিরে আসবেন না তিনি। তার বদলি হিসেবেও কাউকে নেওয়া হবে না।’
চলমান সিরিজের প্রথম তিনটি টেস্টেই খেলেছেন রেহান। হায়দরাবাদ, বিশাখাপট্টনম ও রাজকোট; এই তিন টেস্টে ৪৪ গড়ে মোট ১১ উইকেট নেন তিনি। গত বছর পাকিস্তান সিরিজে অভিষেক হয়েছিল এই লেগ স্পিনারের।
প্রসঙ্গত, সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টেই দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। তবে বিশাখপট্টনম ও রাজকোটে পরের দুই ম্যাচে টানা হার দেখে সফরকারীরা। এর মধ্যে রাজকোটে ভারতের পাওয়া ৪৩৪ রানের জয় তাদের ইতিহাসেরই সবচেয়ে বড়।