আইপিএলের আংশিক সূচি ঘোষিত, প্রথমেই ধোনি-কোহলিদের লড়াই
আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের কারণে পুরো সূচি ঘোষণা করা হয়নি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলেই আইপিএলের পুরো সূচি ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার তাই প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়।
এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। ৭ এপ্রিল পর্যন্ত ১৭ দিনের সূচি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। অর্থাৎ, প্রথম দিনই দেখা যাবে মহেন্দ্র হেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির লড়াই। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইপিএলে ১৭ দিনের মধ্যে ৪ দিন ২টি করে ম্যাচ রাখা হয়েছে। চারটি ম্যাচই সপ্তাহান্তে, দর্শকরা যাতে চুটিয়ে ম্যাচ উপভোগ করতে পারে। উদ্বোধনী ম্যাচ হবে শুক্রবার। তার পরের দুইদিন শনি ও রবিবার দুইটি করে ম্যাচ। ২৩ মার্চ মোহালিতে প্রথম ম্যাচে মাঠে নামবে পাঞ্জাব ও দিল্লি। আর দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে স্বাগতিকদের মুখোমুখি হবে হায়দরাবাদ।
২৪ মার্চ প্রথম ম্যাচটি হবে রাজস্থান ও লখনৌয়ের মধ্যে। তবে এদিন উত্তেজনাকার ম্যাচটি হবে রাতে। ওই ম্যাচে মুখোমুখি হবে গুজরাট ও মুম্বাই। এই ম্যাচ উত্তেজনাকর হবে তার কারণ, গুজরাট থেকে একপ্রকার ‘ছিনতাই’ করেই হার্দিককে দলে ভিড়িয়েছে মুম্বাই।