রাঁচি টেস্টে ঢুকলেন বশির-রবিনসন, বাদ রেহান-উড
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থটিতে আগামীকাল শুক্রবার মাঠে নামবে ইংল্যান্ড ও ভারত। রাঁচিতে শুরু হতে যাওয়া এই টেস্ট উপলক্ষে আজ বৃহস্পতিবার একাদশ ঘোষণা করেছে সফরকারী ইংল্যান্ড। আগের ম্যাচের ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে স্পিনার রেহান আহমেদ ও মার্ক উডকে। দলে ঢোকানো হয়েছে আরেক স্পিনার শোয়েব বশির ও পেসার অলি রবিনসনকে।
সাম্প্রতিক সময়ে একদমই ফর্মে নেই জনি বেয়ারস্টো। তবে দলে জায়গা পেয়েছেন তিন। তার জায়গা নিয়ে দুশ্চিনা নেই বলেই জানিয়েছেন অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম। অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন বিশ্রামে যেতে পারেন, এমন গুঞ্জন উঠলেও দলেই আছেন তিনি।
প্রথম তিন টেস্টে ছিলেন না রাঁচি টেস্টে দলে ঢোকা রবিনসন। দলে ঢোকার জন্য তিনি ‘অত্যন্ত কঠোর’ পরিশ্রম করেছেন বলে স্বীকার করেছেন অধিনায়ক স্টোকস। অন্যদিকে, বশির প্রথম টেস্টে ভিসা জটিলতায় না খেললেও বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্টের একাদশে ছিলেন। তবে তৃতীয় টেস্টে তাকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। চতুর্থ টেস্টে রেহানের বার্জে ফর্মের কারণে আবারও দলে ঢুকলেন তিনি।
হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টেই দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। তবে বিশাখপট্টনম ও রাজকোটে পরের দুই ম্যাচে টানা হার দেখে সফরকারীরা। এর মধ্যে রাজকোটে ভারতের পাওয়া ৪৩৪ রানের জয় তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), টম হার্টলি, অলি রবিনসন, শোয়েব বশির এবং জেমস অ্যান্ডারসন।