ট্রফি জিতলে প্রত্যেকে পাবেন বিএমডব্লিউ গাড়ি ও দেড় কোটি টাকা

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৯
শেয়ার :
ট্রফি জিতলে প্রত্যেকে পাবেন বিএমডব্লিউ গাড়ি ও দেড় কোটি টাকা

ভারতের হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার প্রধান জাগমোহোন রাও ঘোষণা করেছেন, আগামী তিন বছরের মধ্যে রাজ্যটি দেশটির ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট রঞ্জি ট্রফি জিততে পারলে প্রত্যেক ক্রিকেটারকে একটি বিএমডব্লিউ গাড়ি এবং ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা) করে পুরস্কার দেবেন।

সম্প্রতি হায়দ্রাবাদ রঞ্জি ট্রফির এলিট গ্রুপে আবার উঠে এসেছে। যেখানে গতকাল মঙ্গলবার প্লেট গ্রুপের ফাইনালে মেঘালয়কে হারিয়ে জিতেছে তারা। আগামী বছর থেকেই এলিট গ্রুপেই খেলবে দলটি। এই দলের সাফল্যে খুশি প্রত্যেকেই। তবে সংস্থার প্রধানের ঘোষণা বড় চমক হিসেবেই ধরা দিল।

এলিট গ্রুপের ওঠার পরই অবশ্য ১০ লাখ রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে দলের উদ্দেশে। পাশাপাশি বিশেষ পারফরম্যান্স যাদের, তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।

জাগমোহোন রাও বলেন, ‘ক্রিকেটার এবং বাকিদের অনুপ্রাণিত করার জন্যই এই ঘোষণা করেছি। পরের বছরই লক্ষ্য পূরণ করতে চাই। তবে বাস্তবিক দিক থেকে, সেটা কার্যত অসম্ভব। তাই ওদের তিনটা মৌসুম সুযোগ দিয়েছি।’

হায়দ্রাবাদ এর আগে দু’বার রঞ্জি জিতেছে। যথাক্রমে ১৯৩৭-৩৮ এবং ১৯৮৬-৮৭ মৌসুমে। গত মৌসুমে তারা প্লেট গ্রুপে নেমে যায়। এলিট গ্রুপ বি-তে সবার নীচে শেষ করেছিল।