রিয়ালের মাঠে গোল করলে উদযাপন করব না: রামোস
২০০৫ থেকে ২০২১; প্রায় ১৬ বছর রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন সের্হিয়ো রামোস। ক্লাবকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন, জিতেছেন অসংখ্য শিরোপা। সময়ের আবর্তনে বর্তমানে আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ায় খেলেন এই তারকা। তবে সাবেক ক্লাবের প্রতি শ্রদ্ধা কমেনি রামোসের।
প্রায় আড়াই বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন রামোস। আগামী রবিবার লা লিগায় অ্যাওয়ে ম্যাচ খেলতে রিয়ালের মাঠে নামবে সেভিয়া। সেই ম্যাচে গোল করলেও উদযাপন করবেন না বলে ঘোষণা দিয়েছেন রামোস।
অত্যন্ত পরিচিত সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামার আগে তিনি বলেছেন, ‘সমর্থক এবং রিয়াল মাদ্রিদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। আমি যদি গোল করি, তাহলে উদযাপন করব না। কিন্তু সেই গোল যদি আমাদের জয়ের জন্য যথেষ্ট হয় তাহলে আমি খুশি হব। কারণ তিন পয়েন্ট আমাদের জন্য ভালো কিছু।’
আবেগপ্রবণ রামোস আরও বলেন, ‘মনে হচ্ছে, আমি বাড়িতে ফিরতে যাচ্ছি। কারণ সেখানে আমি অনেক বছর কাটিয়েছি, আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এবং ভক্ত, সতীর্থদের সঙ্গে চমৎকার স্মৃতি আছে সেখানে। এটি বিশেষ এবং আবেগঘন মুহূর্ত হবে।’
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন রামোস। পরে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। এই ক্লাবে থাকতেই রিয়ালের বিপক্ষে খেলার সুযোগ এসেছিল। ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল ও পিএসজি। তবে চোটের কারণে সেবার দুই লেগের একটিতেও খেলা হয়নি।
পিএসজি ছেড়ে গত বছরের সেপ্টেম্বরে ছোটবেলার ক্লাব সেভিয়ায় ফেরেন রামোস। লা লিগার এবারের মৌসুমে রিয়াল ও সেভিয়ার প্রথম ম্যাচটি হয়েছিল সেভিয়ার মাঠে। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।