টুখেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বায়ার্ন
বুন্দেসলিগায় চলমান মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছে না জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মৌসুমের অর্ধেকেরও বেশি সময় পর শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের থেকে ৮ পয়েন্ট পিছিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও নেই সুবিধাজনক স্থানে। এমন ব্যর্থতায় দলের কোচ টমাস টুখেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত টুখেলের সঙ্গে চুক্তি ছিল বায়ার্নের। তবে এক বছর আগেই টুখেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। চলমান মৌসুম শেষেই আর বায়ার্নে থাকছেন না এই জার্মান কোচ। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ক্লাবটি।
বুন্দেসলিগায় সর্বশেষ ১১ মৌসুমেই চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এই মৌসুমে ২২ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে তারা। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে বায়ার লেভারকুসেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে আছে বায়ার্ন। এরই মধ্যে ছিটকে পড়েছে জার্মান কাপ থেকেও।
বায়ার্নের পরবর্তী কোচ কে হবেন, সেটি নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে গুঞ্চন। স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী মৌসুমে নতুন কোচ হিসেবে বায়ার্ন ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ওলে গুনার সুলশার কিংবা রিয়াল মাদ্রিদের সাবেক ফরাসি কোচ জিনেদিন জিদানের কথা।