সানিয়ার নামে চিৎকার শুনেই রেগে গেলেন শোয়েবের নতুন স্ত্রী
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক। যদিও শোয়েবের বিয়েতে তার নিজের পরিবারের কেউ আসেনি। অনেকেই এই বিয়ের সমালোচনা করেছেন। এবার সানাকে খেলার মাঠে খোঁচা দিলেন পাকিস্তানি দর্শকেরা। মুহূর্তেই রেগে গেলেন সানা।
গত রবিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুলতানের মাঠে করাচি কিংসের বিপক্ষে মুলতান সুলতানের খেলা চলছিল। করাচির হয়ে মাঠে নেমেছিলেন শোয়েব। এদিন স্বামীর খেলা দেখতে মাঠে গিয়েছিলেন সানা।
সানা বাউন্ডারির সামনে দাঁড়িয়েছিলেন। তাকে চিনে ফেলেন দর্শকেরা। সানিয়ার নামে চিৎকার করতে থাকেন তারা। এ কথা শুনে রেগে যান। তিনি দর্শকদের দিকে একবার তাকিয়ে তার পর মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সানিয়া ও শোয়েবের গত কয়েক বছর ধরে সম্পর্ক ভালো ছিল না। দু’জনে আলাদা থাকছিলেন। গত ২০ জানুয়ারি পাকিস্তান অভিনেত্রী সানার সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ করেন শোয়েব। তার পরেই জানা যায়, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে।