বর্ষসেরা বোলিং পুরস্কার জিতলেন মারুফা
বর্ষসেরা নারী ওয়ানডে বোলিং পারফরম্যান্স পুরস্কার জিতলেন মারুফা আক্তার। ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল ইএসপিএনক্রিকইনফো বাংলাদেশের এই পেসারকে এই বিভাগে সেরা মনোনীত করে।
ভারতের বিপক্ষে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম ওয়ানডে জেতে। মিরপুরে পাওয়া মেয়েদের সেই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মারুফা আক্তারের। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। তার সেই বোলিংই তাকে পুরস্কার জেতাল।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মারুফার অভিষেক ২০২২ সালের ডিসেম্বরে। ক্যারিয়ারের বেশির ভাগ ম্যাচই খেলেছেন ২০২৩ সালে। ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারেও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা। গত বছর মারুফা ওয়ানডে খেলেছেন ৯টি। উইকেট নিয়েছেন ১০টি।
এছাড়া ক্রিকইনফোর সেরা টেস্ট ব্যাটিং নির্বাচিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের খেলা ১৬৩ রানের ইনিংস। সেরা বোলিং স্পেল ভারতের বিপক্ষে ইন্দোরে নাথান লায়নের ৬৪ রানে ৮ উইকেট।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসটিই ছেলেদের সেরা ব্যাটিং পারফরম্যান্স। সেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্স হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে মোহাম্মদ শামির ৫৭ রানে নেওয়া ৭ উইকেট।
এদিকে সেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স রাজকোটে শ্রীলংকার বিপক্ষে সূর্যকুমার যাদবের খেলা ১১২ রানের ইনিংস। সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স নির্বাচিত হয়েছে জোহানেসবার্গে আলজারী জোসেফের ৪০ রানে নেওয়া ৫ উইকেট।
মেয়েদের সেরা ওয়ানডে ব্যাটিং নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার চামারি আতাপাতুর ১৪০। সেরা টি-টোয়েন্টি ব্যাটিং হেইলি ম্যাথিউসের। বোলিং আয়াবোঙ্গা খাকার।