বিধ্বংসী সেঞ্চুরিতে মাইলফলকে তানজিদ

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫
শেয়ার :
বিধ্বংসী সেঞ্চুরিতে মাইলফলকে তানজিদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফে যাওয়ার বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। যেখানে প্রথমে ব্যাট করা চট্টগ্রাম তানজিদ হাসান তামিমের বিধ্বংসী সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছে।

সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে এটি তানজিদের প্রথম সেঞ্চুরি। আর সবমিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মাঝে তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি।

আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ৩৯তম ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হয়। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।

ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় মাত্র ৪ রানে নাসুম আহমেদের বলে ব্যক্তি ১ রানে আউট হন আফগানিস্তানের অভিষিক্ত ওপেনার মুহাম্মদ ওয়াসিম। তবে এরপর শৈকত আলী ও টম ব্রুসদের সঙ্গে দুটি জুটি গড়ে দলের সংগ্রহ বাড়ান তানজিদ। মাত্র ৫৮ বলে পেয়ে যান কাঙ্খিত সেঞ্চুরিও।

১৯তম ওভারে ওয়েন পারনেলের বলে আউট হওয়ার আগে এই বাঁহাতি ৬৫ বলে ১১৬ রান করেন। তার ইনিংস ছিল ৮টি চার ও সমান ছক্কা। টম ব্রুস ২৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। শৈকত আলী করেন ১৮ রান।

খুলনা বোলারদের হয়ে একটি করে উইকেট পান পারনেল, নাসুম, জেসন হোল্ডার ও মুকিদুল ইসলাম।