বাবার চোখে ‘শত্রু’, পুরস্কার উৎসর্গ করে আবারও স্ত্রীর পাশে জাদেজা
ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা হয় না তার বাবা অনিরুদ্ধসিন জাদেজার। এর পেছনে অনিরুদ্ধসিন বেশি দোষ দেখেন পুত্রবধূ রিভাবার। তবে কয়েকদিন আগেই এমন অভিযোগ অস্বীকার করেছেন রবীন্দ্র। কথা বলেছেন স্ত্রীর পক্ষেই। এবার ম্যাচসেরার পুরস্কারও উৎসর্গ করেছেন স্ত্রীকে।
রাজকোটে ব্যাটে-বলে দুরন্ত ছিলেন জাদেজা। প্রথম ইনিংসে করেছেন ১১২ রান। আর বল হাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
পুরস্কার পাওয়ার পরে একটি ভিডিও বার্তায় জাদেজা বলেন, ‘ঘরের মাঠে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া খুব গর্বের ব্যাপার। একই টেস্টে শতকও হাঁকিয়েছি। ঘরের মাঠে ম্যাচের সেরা হওয়ার অনুভূতি আলাদা। এই পুরস্কার আমি উৎসর্গ করতে চাই আমার স্ত্রীকে। পর্দার আড়ালে সব থেকে বেশি পরিশ্রম করে সে। আমাকে প্রতি মুহূর্তে উৎসাহ দেয়। আমার শক্তি রিভাবা।’
কয়েক দিন আগে অলরাউন্ডার জাদেজা সম্পর্কে তার বাবা ‘দিব্যা ভাস্কর’ নামের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে জাদেজা এবং রিভাবার কোনো সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দু’তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি। আলাদা বাড়িতে থাকে জাদেজা এবং রিভাবা। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না ওর স্ত্রী কী জাদু করেছে জাদেজার ওপর।’
যদিও অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা নিজেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যে জিনিসগুলো বলা হয়েছে, তার কোনো অর্থ নেই। সব মিথ্যে। এক পক্ষের কথা বলা আছে ওখানে, আর সেই সব কথা অস্বীকার করছি। আমার স্ত্রীর চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে। কিন্তু সেগুলো সকলের সামনে বলা ঠিক নয় বলেই আমি মনে করি।’
ওই সংবাদমাধ্যমকে জাদেজার বাবা জানিয়েছেন যে, ছেলেকে ক্রিকেটার বানানোই তার জীবনের মস্ত একটা ভুল ছিল। অনিরুদ্ধসিন বলেন, ‘ও আমার ছেলে, এটাই এখন আমার সব থেকে বড় যন্ত্রণার জায়গা। ওর বিয়ে না দিলেই ভালো হত। জাদেজা ক্রিকেটার না হলে আরও ভালো হত। তাহলে আমাদের জীবন অনেক সহজ হত। বিয়ের তিন মাসের মধ্যে জাদেজার স্ত্রী সব সম্পত্তি ওর নামে লিখে দিতে বলে। আমাদের পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেয় রিভাবা। ও পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীন জীবন চেয়েছিল। আমি ভুল হতে পারি, নয়নাবা (জাদেজার বোন) ভুল হতে পারে, কিন্তু কী করে পরিবারের আরও ৫০ জন লোক ভুল হতে পারে। ওদের সঙ্গে পরিবারের কারও কোনো সম্পর্ক নেই।'
প্রসঙ্গত, ২০১৭ সালে বিয়ে হয় জাদেজা এবং রিভাবার। ২০২২ সালে রিভাবা বিজেপির হয়ে গুজরাটের বিধানসভা ভোটে জামনগর থেকে ভোটে জিতেছিলেন। জাদেজার বোন নয়নবা যুক্ত কংগ্রেসের সঙ্গে।