শক্তিশালী কুমিল্লার বিপক্ষে সিলেটের বড় সংগ্রহ
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের একটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল নতুন করে যোগ দেওয়ায় সেই শক্তি আরও বেড়েছে। অন্যদিকে দুর্দান্ত ঢাকার পরই পয়েন্ট তালিকার তলানির দল সিলেট স্ট্রাইকার্স। তবে শক্তিশালী কুমিল্লার বিপক্ষেও ব্যাট হাতে দাপট দেখিয়েছে সিলেট। তুলেছে ১৭৭ রানের বড় সংগ্রহ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ইঙ্গিত দেয়। ষষ্ঠ ওভারের প্রথম বলে দলীয় ৪০ রানের মাথায় বিদায় নেন জাকির হাসান (১৮)। তবে আরেক ওপেনার কেন্নার লুইস ভালোই আগাচ্ছিলেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে। ৬৭ রানের মাথায় শুরু হয় মড়ক। এই রানে লুইসের ফেরার পর ৭৪ রান তুলতেই ফেরেন শান্ত ও ইয়াসির আলী।
এরপরই ঘুরে দাঁড়ায় সিলেট। ৪২ বলে ৭৭ রানের জুটি গড়েন মোহাম্মদ মিথুন ও বেনি হাওয়েল। দলীয় ১৮তম ওভারের শেষ বলে দলীয় ১৫১ রানের মাথায় ২৮ রান করে ফেরেন অধিনায়ক মিথুন। মিথুন রয়েসয়ে খেললেও ব্যাট হাতে ঝড় তোলেন হাওয়েল। ইনিংসের শেষ পর্যন্ত এই ঝড় অব্যাহত রাখেন তিনি। তাতে দল গিয়ে থামে ১৭৭ রানে। ব্যক্তিগত ৬২ রানে অপরাজিত থাকেন হাওয়েল। ৩১ বলের এই ইনিংস তিনি সাজান ৬টি চার ও ৪ ছক্কায়।
কুমিল্লার হয়ে বল হাতে সবচেয়ে সফল নারাইন। ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট নিলেও ৩ ওভারে ৩৭ রান দেন লেগ স্পিনার রিশাদ হোসাইন। একটি উইকেট মুশফিক হাসানের।