হয়লুনের জোড়া গোলে ম্যানইউর টানা ৪ জয়
দলের জয়ে জোড়া গোল করেছেন হয়লুন। ছবি: সংগৃহীত
গাসমুস হয়লুনের জোড়া গোলে লুটন টাউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে এরিক টেন হাগের দল প্রথমবার টানা ৪ ম্যাচ জিতে নিল।
প্রতিপক্ষের মাঠে রবিবার প্রথম মিনিটেই রেড ডেভিলসদের এগিয়ে দেন হয়লুন। ছয় মিনিট পর জোড়া গোল উদযাপন করেন এই ডেনিশ তারকা। লুটন টাউন কিছুক্ষণের মধ্যেই একটি গোল শোধ করে। তবে ব্যবধান ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।
এদিন প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে জালের দেখা পেয়েছেন হয়লুন। ২১ বছর ১৪ দিন বয়সে রেকর্ডটি গড়লেন তিনি। আগের রেকর্ড ছিল নিউক্যাসলের মিডফিল্ডার জো উইলকের, ২১ বছর ২৭২ দিন বয়সে।
খেলার প্রথম মিনিটেই পাল্টা-আক্রমণে যায় ইউনাইটেড। সেখান থেকে ডিফেন্ডার আমারি বেল বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন হয়লুনের পায়ে। প্রতিপক্ষের এমন উপহার পেয়ে ঠাণ্ডা মাথায় বক্সে ঢুকে বল জালে পাঠান তরুণ ডেনিশ ফরোযার্ড। গোলটি হয় ম্যাচের ৩৭ সেকেন্ড! চলতি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের যা দ্রুততম গোল।
এবার ৬ মিনিট পর আবারও ইউনাইটেডের গোল এবং উদযাপনের মধ্যমণি হয়লুন। এই গোলে অবশ্য অনেক বড় কৃতিত্ব আরেক তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর। ডি-বক্সের মুখ থেকে জোরাল ভলি করেন এই আর্জেন্টাইন, আর কাছের পোস্টে দারুণ ভঙ্গিতে একেবারে ঠিক সময়ে শরীরটাকে একটু বাঁকা করেন হয়লুন, বল তার বুকে লেগে গোললাইন পেরিয়ে যায়।
লুটনও শুরু থেকে প্রতিপক্ষের চোখে-চোখ রেখে লড়াই করতে থাকে। তাতে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। চতুর্দশ মিনিটে গোলও পেয়ে যায় দলটি। কাছ থেকে হেডে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড কার্লটন মরিস। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।
মৌসুমের প্রথমভাগে খারাপ সময়ে ঘুরপাক খাওয়া ম্যানইউ এখন শীর্ষ চার থেকে ৫ পয়েন্ট দূরে। ২৫ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৪৪। তাদের ওপরে টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৭। আর চার নম্বরে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪৯।
লিগ টেবিলের চূড়ায় লিভারপুলের পয়েন্ট ৫৭। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি, শিরোপাধারীরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।