ইরানে গতির ঝড় তুলে সেমিফাইনালে ইমরানুর

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৩
শেয়ার :
ইরানে গতির ঝড় তুলে সেমিফাইনালে ইমরানুর

ইমরানুর রহমান। ছবি: সংগৃহীত

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটারে গতবার স্বর্ণ জয় করেছিলেন ইমরানুর রহমান। এবার শিরোপা ধরে রাখার মিশনেও সঠিক পথেই আছেন তিনি। ইরানের তেহরানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠে গেছেন ইমরানুর। 

আজ রবিবার নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে চতুর্থ হয়ে সেমিফাইনালে পা রেখেছেন বাংলাদেশের দ্রুততম এই মানব। হিটে এবার ইমরানুরের গতবারের চেয়েও ভালো টাইমিং হয়েছে। 

৩০ বছর বয়সী ইমরানুর দৌড় শেষ করেন ৬ দশমিক ৬২ সেকেন্ডে। এই হিটে ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ওমানের আলি আনোয়ার। সব হিট মিলিয়েও প্রথম এই খেলোয়াড়। টাইমিংয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন জাপানের শুহেই তাদা ও উত্তর কোরিয়ার জো কুম রাইওং। তারা ৬.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেছেন। 

গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পথে ৬ দশমিক ৫৯ সেকেন্ড ৬০ মিটার শেষ করেছিলেন ইমরানুর। সেই আসরের সেমিফানালে ৬ দশমিক ৬১ সেকেন্ড ও হিটে ৬ দশমিক ৭০ সেকেন্ড টাইমিং করেছিলেন তিনি। এবার হিটে তার চেয়েও কম সময় লাগল। 

আজ রাত সাড়ে এগারোটার দিকে সেমিফাইনালে লড়বেন তিনি। সেখানে জয় পেলে আগামীকাল লড়বেন ফাইনালে।