টানা তৃতীয়বার কাতার ওপেনের চ্যাম্পিয়ন শিয়াওতেক
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খুব একটা সুবিধা করতে পারেননি ইগা শিয়াওতেক। সেই ক্ষতে এবার কিছুটা হলেও প্রলেপ পড়ল এই পোলিশ তারকার। টানা তৃতীয়বারের মতো কাতার ওপেনের শিরোপা জিতলেন পোল্যান্ডের এই তারকা।
নারী এককের ফাইনালে এলেনা রিবাকিনাকে সরাসরি সেটে হারিয়েছেন শিয়াওতেক। একটা পর্যায়ে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৭-৬ (১০-৮), ৬-২ গেমে জয় নিশ্চিত করেছেন র্যাঙ্কিংয়ের এক নম্বর এই তারকা।
রিবাকিনাকে হারিয়ে আরও একটি ক্ষতে প্রলেপ দিলেন চারটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা শিয়াওতেক। গত বছর এই রিবাকিনার বিপক্ষেই তিন ম্যাচে হেরেছিলেন তিনি। এবার ফাইনালের মঞ্চেই নিলেন প্রতিশোধ।
জানুয়ারিতে হওয়া অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন শিয়াওতেক। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় লিন্ডা নস্কোভার বিপক্ষে ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হেরেছিলেন তিনি। তবে বছরের প্রথম এই ডব্লিউটিএ শিরোপা হাতছাড়া করলেন না শিয়াওতেক। ক্যারিয়ারে এটি তার ১৮তম শিরোপা।
কাতার ওপেন জয়ের মাধ্যমে একটি রেকর্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকেও ছুঁয়ে ফেললেন শিয়াওতেক। ২০২৫ সালের পর তিনিই প্রথম খেলোয়াড় যিনি কোনো টুর্নামেন্টে টানা তিনটি শিরোপার মুখ দেখেছেন। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা তিনবার মায়ামি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা।