ম্যানসিটি-চেলসি হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কেউ

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬
শেয়ার :
ম্যানসিটি-চেলসি হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কেউ

রদ্রির শেষ দিকের গোলে হার এড়াল ম্যানচেস্টার সিটি। যদিও ম্যাচের লম্বা সময় লিড ধরে রেখে জয়ের স্বপ্ন দেখছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এই ম্যাচের রোমাঞ্চকর লড়াইটি শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় সমাপ্তি হলো।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে আমন্ত্রণ জানায় সিটি। যেখানে রাহিম স্টার্লিংয়ে গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। পরে শেষ রক্ষা করেন রদ্রি।

ম্যাচের ৪২তম মিনিটে স্টার্লিংয়ের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে এগিয়ে যায় চেলসি। জ্যাকসনের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে কাইল ওয়াকারের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছিলেন ইংলিশ ফরোয়ার্ড। তবে দ্রুতই সামলে নেন নিজেকে, ওয়াকার ও এদেরসনের প্রবল চ্যালেঞ্জের মধ্যেও ঠাণ্ডার মাথার বাঁকানো শটে খুঁজে নেন জাল।

দ্বিতীয়ার্ধে ৮৩তম মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় সমতা ফেরায় সিটি। ওয়াকারের শট ব্লকড হলে বল পেয়ে যান রদ্রি। তার বুলেট গতির শট ট্রেভো শ্যালাবার হাঁটুতে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

এই ড্রয়ে শিরোপা ভাগ্য আর সিটির হাতে থাকল না। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল দলটি। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চূড়ায় লিভারপুল। শিরোপা ভাগ্য চলে এলো ইয়ুর্গেন ক্লপের দলটির হাতে। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা আর্সেনালও লড়াইয়ে থাকল প্রবলভাবে। ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান দশম।