তানজিদের ব্যাটে চড়ে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১
শেয়ার :
তানজিদের ব্যাটে চড়ে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

তানজিদ হাসান তামিমের অসাধারণ ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৬তম ম্যাচে প্রথমে ব্যাট করা দলটি নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে।

আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম।

ব্যাটিংয়ে নেমে অবশ্য মোসাদ্দেক হোসেনের করা ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় চট্টগ্রাম। শূন্য রানে ফেরেন শৈতক আলী। এরপর ২৪ রানে জশ ব্রাউনকে (১১) ফেরান তাসকিন আহমেদ। তবে তৃতীয় উইকেট জুটিতে টম ব্রুসকে নিয়ে ৬৮ বলে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ।

শন উইলিয়ামসনের বলে আউট হওয়া ব্রুস ৪৮ করেন। তিনি ৩৫ বলে ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান। ১৯তম ওভারে আউট হওয়া তানজিদ ৭০ রানে অসাধারণ ইনিংস খেলেন। ৫১ বলে একটি চার ও ৬টি ছক্কা হাঁকান তিনি।

ঢাকার বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।