ডাকেটের বিস্ফোরক সেঞ্চুরি, ঘরের মাঠে ‘বাজবলের’ ঝাঁজ বুঝল ভারত
জোড়া সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৫ রানের বড় সংগ্রহই গড়েছিল ভারত। জবাব দিতে নেমে কম যায়নি ইংল্যান্ডও। স্বাগতিক ভারতকে বাজবলের ঝাঁজ বুঝিয়ে দিয়েছে তারা। মাত্র ৩৫ ওভারেই ২ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে তারা। ইংল্যান্ড রান তুলেছে ওভারপ্রতি প্রায় ছয় করে। যদিও প্রথম ইনিংসে ভারতের থেকে এখনো ২৩৮ রানে পিছিয়ে তারা।
বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। দিনশেষে ১৩৩ রানে অপরাজিত থাকা এই ব্যাটার শতরানে পৌঁছেছেন মাত্র ৮৮ বলে। পরের ৩৩ রান করতে খেলেছেন ৩০ বল। ডাকেটের ১১৮ বলের এই ইনিংসটি সাজানো ২১টি চার ও ২ ছক্কায়।
রাজকোটে ৫ উইকেটে ৩২৬ রান নিয়ে এদিন দিন শুরু করে ভারত। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। দলের সঙ্গে আর ৫ রান যোগ হতেই এদিন ফেরেন এই দুজন। এর মধ্যে জাদেজাকে জো রুট এবং কুলদীপকে ফেরান জেমস অ্যান্ডারসন। তবে অষ্টম উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন অভিষিক্ত ধ্রুব জুরেল ও রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডকে হতাশ করে গড়েন ৭৭ রানের জুটি।
৪০৮ রানের মাথায় অশ্বিনকে ফেরানোর পর ৪১৫ রানে ধ্রুবকেও ফেরান ইংলিশ স্পিনার রেহান আহমেদ। তবে শেষ উইকেটে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের দৃঢ়তায় ভারতের রান গিয়ে ঠেকে ৪৪৫-এ।
জবাব দিতে নেমে ওপেনিংয়েই ভারতের বোলারদের নাকানিচুবানি খাওয়ান ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। উব্দোধনী জুটিতে ৮৯ রান তুলে ব্যক্তিগত ১৫ রানে বিদায় নেন ক্রলি। অশ্বিনের বলে ক্যাচ উঠিয়ে দেন তিনি। টেস্টে অশ্বিনের ৫০০তম উইকেট এটি।
তবে উইকেটের চারদিকে দুর্দান্ত সব শটে রানের চাকা সচল রাখেন ডাকেট। দ্বিতীয় উইকেটে অলি পোপকে নিয়ে গড়েন ৯৩ রানের দারুণ জুটি। ১৮২ রানের মাথায় পোপকে ফিরিয়ে ভারত শিবিরে স্বস্তি আনেন মোহাম্মদ সিরাজ। তবে জো রুটকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই পার করেন ডাকেট।