মুরালিধরনের পর ৫০০ টেস্ট উইকেটে দ্রুততম অশ্বিন

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৪
শেয়ার :
মুরালিধরনের পর ৫০০ টেস্ট উইকেটে দ্রুততম অশ্বিন

প্রথম ইনিংসে ভারতের করা ৪৪৫ রানের জবাবে ব্যাট করছে ইংল্যান্ড। বাজবল তত্ত্ব মেনে দ্রুতগতিতে রান তুলছিল ইংলিশরা। পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ কিংবা স্পিনার কুলদীপ যাদবকে দিয়ে আটকানো যাচ্ছিল না জ্যাক ক্রলি-বেন ডাকেট জুটিকে। এরপর অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন রবিচন্দ্রন অশ্বিনের হাতে। প্রথম ওভারে সাফল্য না পেলেও দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট এনে দিলেন অশ্বিন। ফিরিয়ে দেন ক্রলিকে। ভাঙে ইংল্যান্ডের ৮৪ রানের ওপেনিং জুটি। 

রাজকোটে ক্রলির এই উইকেট অশ্বিনের টেস্ট ক্যারিয়ারের ৫০০তম। মাত্র ৯৮টি ম্যাচে এই মাইলফলকে পৌঁছালেন তিনি। অনিল কুম্বলেকে পেছনে ফেলে ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম ৫০০ উইকেটের মালিক এখন অশ্বিন। সবমিলিয়ে ৫০০ উইকেটের মাইলফলকে দ্বিতীয় দ্রুততম অশ্বিন। সবচেয়ে দ্রুত (৮৭ ম্যাচ) এই মাইলফলকে পৌঁছান শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। 

৫০০ উইকেটের মাইলফলকে তৃতীয় অফস্পিনার অশ্বিন। এর আগে মুরালিধরন ও নাথান লায়ন (এই বছরেই) এই কীর্তি গড়েছেন। সবমিলিয়ে নবম বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে পৌঁছালেন অশ্বিন। 

২০১১ সালে টেস্টে অভিষেক হয় অশ্বিনের। তুখোর এই অফ স্পিনার চেন্নাই থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। একসময় টপ অর্ডার ব্যাটার হিসেবে খেলতেন অশ্বিন। মিডিয়াম পেস বল করারও চেষ্টা করেছেন তিনি। তবে তরুণ বয়সে পিঠের ইনজুরির কারণে অফ স্পিনে থিতু হন তিনি। 

ক্যারিয়ারের প্রথম ১৬ টেস্টেই নয়বার ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। যা তাকে নিয়ে যায় আলোচনার শীর্ষে। টেস্টে দ্রুততম ৩০০ উইকেট ছিল তার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও মন্দ করেননি অশ্বিন। ১১৬টি ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৫৬ উইকেট। ৬৫ টি-টোয়েন্টিতে আছে ৭২ উইকেট। 

দ্রুততম ৫০০ টেস্ট উইকেট

মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা): ৮৭ ম্যাচ

রবিচন্দ্রন অশ্বিন (ভারত): ৯৮ ম্যাচে

অনিল কুম্বলে (ভারত): ১০৫ ম্যাচ

শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া): ১০৮ ম্যাচ

গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া): ১১০ ম্যাচ

কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ১২৯ ম্যাচে

জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): ১২৯ ম্যাচ

স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড): ১৪০ ম্যাচ