বিধ্বস্ত ঢাকার করুণ অবস্থা টানা হারতে থাকা খুলনার বিপক্ষেও

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১
শেয়ার :
বিধ্বস্ত ঢাকার করুণ অবস্থা টানা হারতে থাকা খুলনার বিপক্ষেও

এবারের বিপিএলে প্রথম ম্যাচে জয়ের পর টানা নয় ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা। খুলনার অবস্থা এমন করুণ না হলেও খুব একটা ভালো নয়। প্রথম চার ম্যাচেই জয়ী দলটি তার পর হেরেছে টানা পাঁচ ম্যাচ। এমন অবস্থায় থাকা খুলনার বিপক্ষেও ব্যাটে দুঃসময় কাটাতে পারল না ঢাকা। 

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান করেছে ঢাকা। 

টস জিতে এদিন ব্যাটিংই বেছে নিয়েছিলেন কয়েক ম্যাচ বাইরে থাকার পর দলে ঢোকা ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তবে রানবন্যার এমন পিচেও শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা। ২৭ রান তুলতেই একে একে ফিরে যান মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান ও অ্যাডাম রসিংটন। তিনটি উইকেটই শিকার করেন পেসার ওয়েইন পারনেল। 

চতুর্থ উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইরফান শুক্কুর ও অ্যালেক্স রস। তাদের ৩৫ রানের জুটি ভাঙে দলীয় ৬২ রানে ইরফান (২৫) ফিরলে। পরের বলে ফেরেন শন উইলিয়ামসও। ১২তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে এই দুই উইকেটই নেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। দলীয় ৯৫ রানের মাথায় রানআউট হয়ে ফেরেন রস (২৫)। 

এরপর দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মোসাদ্দেক ও চতুরঙ্গ ডি সিলভা। ষষ্ঠ উইকেটে গড়েন ৩০ রানের ছোট্ট একটি জুটি। ইনিংস শেষ হওয়ার ৩বল আগে ২৬ রান করে মুগ্ধর বলে ফেরেন মোসাদ্দেক। ১৭ রানে অপরাজিত থাকেন চতুরঙ্গ। তাতে দলের রান গিয়ে ঠেকে ১২৮-এ।