এমবাপ্পেকে রিয়ালে ভেড়াতে পদক্ষেপ নেবেন নাদাল
গত দুই বছর ধরে যখনই দলবদলের মৌসুম আসে তখনই খবর চাউর হয়, পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু বাস্তবে সেটি আর পরিণত হয় না। বারবার পিএসজির সভাপতি নাসের আল খেলাইফির হস্তক্ষেপে ভেস্তে যায় এমবাপ্পের রিয়ালে আসার ব্যাপারটি।
এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। লা পেরিসিয়ান দাবি করছে, পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করছেন না এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি এই সেনসেশন আগামী মৌসুমেই পাড়ি জমাতে যাচ্ছেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে।
এসব গুঞ্জনের মধ্যেই এমবাপ্পের রিয়াল পাড়ি জমানোতে সাহায্যের প্রস্তাব দিয়েছেন ক্লাবটির একনিষ্ঠ ভক্ত ও বিখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল। গণমাধ্যমকে নিজের এই আগ্রহের কথা জানান ২২ বারের গ্রান্ড স্লামজয়ী এই তারকা।
নাদাল বলেন, ‘আমি কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে সই করাবো। ইনজুরির অনেক ধাক্কা সামলেও এই বছরে রিয়ালের দলটি দারুণ। এমবাপ্পে এলে তারা আরও শক্তিশালী হবে। যেকোনো উপায়ে আমি যদি ক্লাবে অবদান রাখতে পারি, আমি রাখব।’
রিয়ালের ২০২৩-২৪ মৌসুম বেশ নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছেন নাদাল। এই মৌসুমে ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহ্যামের খেলা বেশ উপভোগ করছেন তিনি। দুজনের মধ্যে কাকে বেছে নেবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি বাছাই করব না। ভিন্ন ভিন্ন মনস্তত্ত্বে তারা দুজনেই খুব ভালো। আমি মনে করি ভিনিসিয়ুসের খেলা দেখা দারুণ একটি ব্যাপার আর মাত্র ২০ বছর বয়সে রিয়াল মাদ্রিদে এসে জুডে বেলিংহ্যাম যা করছে সেটি অবিশ্বাস্য।’
অতীতে অনেকবারই আলোচনা উঠেছিল, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হতে চান নাদাল। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজের জায়গায় এখনই যাওয়ার কোনো ইচ্ছা নেই তার। নাদাল বলেন, ‘আমি (রিয়াল মাদ্রিদের) আজীবনের ভক্ত কিন্তু রিয়ালের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন বর্তমানে আমার পরিকল্পনায় নেই।’