টেস্ট খেলতে না চাওয়ার শাস্তি পেলেন রউফ

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৩
শেয়ার :
টেস্ট খেলতে না চাওয়ার শাস্তি পেলেন রউফ

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের হয়ে টেস্ট খেলতে যেতে অনাগ্রহ দেখিয়েছিলেন পেসার হারিস রউফ। সেই সময়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলেছেন তিনি। সেজন্য এবার তাকে শাস্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

হারিস রউফের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এছাড়া চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 

আজ বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, পাকিস্তানের হয়ে খেলা-ই যেকোনো খেলোয়াড়ের জন্য চূড়ান্ত সম্মানের। কোনো মেডিকেল রিপোর্ট বা ন্যায্য কারণ না থাকা সত্ত্বেও পাকিস্তানের টেস্ট দলে অন্তর্ভুক্ত হতে না চাওয়া কেন্দ্রীয় চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

পাকিস্তানের সর্বশেষ টেস্ট সফরে একদমই সুবিধা করতে পারেনি পাকিস্তান। আমের জামালের মতো নবাগত পেসাররা আলো ছড়ালেও নিজের ছায়া হয়ে ছিলেন শাহীন আফ্রিদি। ৩ ম্যাচের সিরিজের সবকয়টিতে হেরে ধবলধোলাই হয়েছে পাকিস্তান।

এদিকে, আজকে পাকিস্তানের টিম ডিরেক্টর ও ভারপ্রাপ্ত প্রধান কোচ মোহাম্মদ হাফিজকে বিদায় জানিয়েছে পিসিবি। সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার ফলে তাকে আর বিবেচনায় নেওয়া হয়নি।