রোহিত-জাদেজার সেঞ্চুরির দিনে ঝাঁজ বোঝালেন অভিষিক্ত সরফরাজও

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩
শেয়ার :
রোহিত-জাদেজার সেঞ্চুরির দিনে ঝাঁজ বোঝালেন অভিষিক্ত সরফরাজও

রাজকোটে সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে এই দুই ইনিংসের মতোই আলোচনায় সরফরাজের ইনিংস। দুর্ভাগ্যজনকভাবে রান আউটের কবলে পড়ার আগে এই ম্যাচেই অভিষিক্ত এই ক্রিকেটার খেলেছেন ৬২ রানের দারুণ এক ইনিংস। 

দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরির প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলেছে ভারত। যদিও নির্ধারিত ৯০ ওভারের ৪ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করে দিয়েছেন আম্পায়াররা। 

দিনশেষে ভারত কিছুটা হলেও এগিয়ে আছে। তবে দিনের শুরুটা ছিল কিন্তু ইংল্যান্ডেরই। ৩৩ রানের মধ্যেই তুলে নিয়েছিল যশস্বী জয়সোয়াল, শুভমান গিল ও রজত পতিদারের উইকেট। যার দুইটি মার্ক উড ও একটি টম হার্টলির। 

চতুর্থ উইকেটে খেলা নিজেদের পক্ষে নিয়ে আসেন অধিনায়ক রোহিত ও জাদেজা। ইংলিশ বোলারদের হতাশ করে গড়েন ২০৪ রানের বিশাল জুটি। ২৩৭ রানের মাথায় রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন উড। ১৯৬ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১৩১ রান করে ফেরেন তিনি। 

তবে রোহিতকে ফেরালেও হতাশা কাটাতে পারেনি ইংলিশরা। মাঠে নেমেই উইকেটের চারদিকে মেরে খেলতে শুরু করেন এই ম্যাচেই অভিষেক ঘটানো সরফরাজ আহমেদ। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েও জাতীয় দলে সুযোগ হচ্ছিল না তার। অবশেষে রাজকোটে অনিল কুম্বলে তাকে পরিয়ে দেন টেস্ট ক্যাপ। এদিন, গ্যালারিতে থাকা বাবা ও বউয়ের সামনেই ৪৮ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। গ্যালারি থেকে আসে তালি। এদিন, বলে-ব্যাটে দারুণ সংযোগ ঘটান তিনি। বল বাউন্ডারির বাইরে নিচ্ছিলেন অবলীলায়।

তবে দুর্ঘটনা ঘটে জাদেজা ৯৯ রানে থাকতে। দলীয় রান তখন ৩১৪। সিঙ্গেল নেওয়ার ইঙ্গিত দিয়েও থেমে যান জাদেজা। নন স্ট্রাইক প্রান্ত থেকে দৌড় দিয়ে আর ফিরতে পারেননি সরফরাজ। ইতি ঘটে তার ৬৬ বলে ৯ চার ও ১ ছক্কায় সাজানো ৬২ রানের দুর্দান্ত এক ইনিংসের। তার পরের বলেই সেঞ্চুরি তুলে নেন জাদেজা। শেষ পর্যন্ত কুলদীপ যাদবকে নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জাদেজা। ১১০ রানে অপরাজিত থাকেন তিনি।